Advertisment

মান্ডবীর তীরে শুকিয়ে গেল সাজানো বাগান! ৩ গোলে লজ্জার হার ফেরান্দোর সবুজ মেরুনের

বিরতির পরেই এটিকে মোহনবাগান পিছিয়ে যায় দোহলিংয়ের গোলে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

এটিকে মোহনবাগান: ০
এফসি গোয়া: ৩ (আইবান্ধা দহলিং, ফারেস আর্নাউত, সাদাউই)

Advertisment

লজ্জার হার নিয়ে গোয়া থেকে ফিরছে এটিকে মোহনবাগান। দু-দিন আগেই ইস্টবেঙ্গল জোড়া গোল দিয়েও চার গোল হজম করেছিল। এবার ফতোরদায় ০-৩ গোলে বিধ্বস্ত হল এটিকে মোহনবাগান। এফসি গোয়ার কাছে তিনটে গোলই হজম করল বিরতির পর।

নর্থ ইস্টের বিরুদ্ধে আগের ম্যাচেই কোনওরকমে ২-১ জয় পেয়ে খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান। জিতে শীর্ষে ওঠার লড়াইয়ে একধাপ এগিয়ে যাওয়াই ছিল বাগান-বাহিনীর লক্ষ্য। তবে হেরে ছয় নম্বরে তলিয়ে গেল এটিকে মোহনবাগান।

আরও পড়ুন: আর্জেন্টিনার প্ৰথম ম্যাচে মাঠে নামবেন কি মেসি! ভয়ানক আপডেটে শিউরে উঠছে বিশ্বকাপ

নর্থ ইস্ট ম্যাচের একাদশই গোয়ায় নামিয়েছিলেন কোচ ফেরান্দো। নিজের পুরোনো দলের বিরুদ্ধে আশিক কুরুনিয়ানকে বাইরে রেখেই প্ৰথম একাদশ সাজান স্প্যানিশ কোচ।

গোয়া প্ৰথম থেকেই বাগান অর্ধে আক্রমণের ঢেউ আছড়ে পড়ছিল। এডু বেদিয়া, আলভারো ভাসকুয়েজরা বারবার হানা দিচ্ছিলেন প্রতিপক্ষ বক্সে। অন্যদিকে, বল পজেশন নিজেদের দখলে রেখে ম্যাচে ফেরার প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কাউকো, বৌমাসরা। তা সত্ত্বেও বিরতিতে গোলশূন্য ভাবেই ম্যাচ শেষ হয়। বিরতির পর ৫০ মিনিটে বাগানকে পিছিয়ে দেয় বিশাল কাইথের ভুল।

আনোয়ার আলি বাঁ প্রান্তে অরক্ষিত থাকা দহলিংকে দারুণ পাস বাড়িয়েছিলেন। তিনি বাগান বক্সে ঢুকে দুরন্ত কৌণিক শটে বল জালে জড়ান। কোন ছোট করার কোনও প্রয়াসই দেখাননি বাগান কিপার। ম্যাচে লিড নেওয়ার পর আরও জাঁকিয়ে বসে এফসি গোয়া। ৬০ মিনিটে কিছুটা নিষ্প্রভ জনি কাউকোকে তুলে নামানো হয় কার্ল ম্যাকহিউকে। কিছুক্ষণ পরে দীপক টাংরিকেও তুলে নিয়ে ফেরান্দো নামান আশিক কুরুনিয়ান। দ্বিতীয়ার্ধে জোড়া বদল ম্যাচে কোনও প্রভাবই ফেলতে পারেনি।

শেষ কোয়ার্টারে ৬ মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম করে এটিকে মোহনবাগান। ৭৬ মিনিটে এডু বেদিয়ার কর্ণার থেকে দুরন্ত হেডে সিরিয়ান ডিফেন্ডার আর্নাউত ২-০ করেন। ৮২ মিনিটে এফসি গোয়ার হয়ে ৩-০ করে যান মরোক্কান তারকা নোয়া সাদাউই। বাগান বক্সের বাইরে থেকে বল রিসিভ করে গোলমুখী শট নিয়েছিলেন। তবে বিশাল কাইথ আরও একবার সেই শটের নাগাল পাননি।

আরও পড়ুন: রাতে একাই শুতে হচ্ছে মেসিকে, কাতার বিশ্বকাপে তোলপাড় ফেলা ঘটনার রহস্য ফাঁস

শেষদিকে গোলের জন্য মরিয়া বাগান বস লিস্টন এবং আশিস রাইকে তুলে নামিয়ে দেন ফারদিন আলি মোল্লা এবং কিয়ান নাসিরিকে। তবে তাতে কাজের কাজ কিছু হয়নি।

এটিকে মোহনবাগান: বিশাল কাইথ, ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটাল, শুভাশিস বোস, আশিস রাই, জনি কাউকো, দীপক টাংরি, লিস্টন কোলাসো, হুগো বৌমাস, মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোস

Mohunbagan Kolkata Football Indian Football ATK Mohun Bagan ISL atk-mohun-bagan
Advertisment