সাম্প্রতিক সময়ে হেভিওয়েট দল গড়েও বারবার ব্যর্থদের তালিকায় নাম লেখাতে হচ্ছিল। ডুরান্ডের প্ৰথম রাউন্ডে ছিটকে যাওয়া হোক বা এএফসির ইন্টার জোনাল সেমিফাইনালে হার- এটিকে মোহনবাগানের দক্ষতা তো বটেই কোচের স্ট্র্যাটেজি নিয়েই অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল কোচ হুয়ান ফেরান্দোকে।
প্ৰথম ম্যাচেই চেন্নাইয়িন এফসির কাছে শেষ মুহূর্তে গোলহজম করে আইএসএল সূচনা করেছিল হার দিয়ে। তবে ফর্মে ফিরতে বেশি দেরি করল না এটিকে মোহনবাগান। রবিবার রাতে ৭ গোলের থ্রিলারে বাগান বাহিনী বিধ্বস্ত করল কেরালা ব্লাস্টার্সকে। আর রুদ্ধশ্বাস জয়ের পরেই কোচ ফেরান্দো ডার্বির দামামা বাজিয়ে দিলেন সংবাদিক সম্মেলনে। জানিয়ে দিলেন, "ম্যাচ দেখে একসময় মনে হচ্ছিল, রিয়েল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচের স্কোর। আগামী দুই সপ্তাহের মধ্যে আমাদের আরও তৈরি থাকতে হবে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কলকাতা ডার্বি খেলাটা একটা আলাদা সন্তুষ্টির বিষয়। সমর্থক তো বটেই আমাদের কাছেও এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। আশা করি, দল এই ম্যাচের জন্য প্রস্তুত।"
আরও পড়ুন: হলুদ সিংহের গুহায় পেত্রাতোসের হ্যাটট্রিক বোমা! সবুজ মেরুন বিস্ফোরণে ছারখার কেরালা
প্ৰথম ম্যাচে হলুদ গ্যালারির সামনে বিধ্বস্ত হতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। ঝড় উঠেছিল গ্যালারিতে। সেই ঝড়ের বদলা নিতেই যেন বড় ব্যবধানে জয় এটিকে মোহনবাগানের। দুর্ধর্ষ ম্যাচের আবহ কতটা তাতিয়ে দিয়েছিল সবুজ মেরুন ব্রিগেডকে, তা জানাতে গিয়ে বাগান কোচ বলছিলেন, "অবিশ্বাস্য এক ফুটবল আবহ তৈরি হয়েছিল। সমস্ত সমর্থকরাই হলুদ টি-শার্ট পরে গ্যালারিতে এসেছিলেন। এটাই আরও চাপ বাড়িয়ে দিচ্ছিল। ছেলেদের চাপের মুখে পারফর্ম করা শিখতে হবে। তিন পয়েন্ট অর্জন করে ছেলেদের শেখাটা জরুরি ছিল। বিশেষ করে এরকম পরিস্থিতিতে। প্ৰথম ১০-১৫ মিনিটের পরে দল যে চারিত্রিক কাঠিন্য দেখিয়েছে, তাতে আমি খুশি।"
"আমি ছেলেদের বারবার বলি, প্রত্যেক ম্যাচই আলাদা। আইএসএল-এর মত একটা টুর্নামেন্টে তো বটেই। ম্যাচে ২-৩টে ভাল স্কোর হয়েছে। অর্থাৎ আমরা অন্যদের তুলনায় আরও ভালো পারফর্ম করেছি। অন্যদের তুলনায় বেশি মোটিভেশনও আমাদের। আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজেদের ওপর ফোকাস করা। প্রত্যেক ম্যাচে উন্নতি করতে হবে। অন্যান্য বিভাগে তো বটেই।"
আরও পড়ুন: লিস্টনরা কি কোচের প্ল্যান ফলো করছেন না! বিষ্ফোরক গুঞ্জনে এবার মুখ খুললেন ফেরান্দো
প্ৰথম দিকে কেরালার আক্রমণের তোড়ে ত্রাহি ত্রাহি রব উঠেছিল বাগান রক্ষণে। সেই আক্রমণ সামলে ম্যাচে ফেরে এটিকে মোহনবাগান। নিজের স্ট্র্যাটেজি খোলসা করে দিয়ে স্প্যানিশ কোচ জানাচ্ছেন, "যদি আমাদের লাইন আপ ভালো করে ফলো করা যায়, দেখা যাবে, লেফট চ্যানেলে আমরা একজনকে রেখে খেলেছিলাম। কারণ আমরা জানতাম সাহাল ওই জায়গায় খেলছে। বাকি স্পেসটা আমাদের ব্যবহার করতে হবে। এই স্পেসটা ব্যবহার করার জন্যই লিস্টনকে ভাবা হয়েছিল আরও ভাল সদ্ব্যবহার করতে পারবে।"
"সত্যি কথা বলতে, দল মোটেই স্বচ্ছন্দ ছিল না। লেফট সেন্টার ব্যাক হিসাবে খেলানো হচ্ছিল হ্যামিলকে। এমনকি দীপক টাংরিও কাছাকাছি ছিল। দুই সেন্টার ব্যাক নিজেদের মধ্যে লিস্টন এবং আশিকের জন্য অনেক স্পেস তৈরি করে নিচ্ছিল।"
"এই জন্যই প্ৰথম ১০-১২ মিনিট আমাদের কাছে বেশ কঠিন ছিল। বিল্ড আপ প্লে-তে ২০ মিনিট পরে যখন কাউকো, বৌমাসের সঙ্গে জুটি বেঁধে স্পেস তৈরি করে নিচ্ছিল তখন আমাদের জন্য আক্রমণে ওঠা সহজ হয়ে পড়ছিল। টিম এদিন অনেক ভালো খেলেছে। প্ল্যান অনুযায়ী পারফর্ম করলে আরও ভালো লাগে।"