সোমবার ইস্টবেঙ্গল খেলতে নামছে ওড়িশা এফসির বিরুদ্ধে। তার আগেই বড় ঘোষণা করল ইস্টবেঙ্গল। মারিও রিভেরার সহকারী হিসাবে ইস্টবেঙ্গল নিযুক্ত করল ভিক্টর হেরেরো ফোরকাদোকে। ফুটবল জগতে যিনি পুলগা নামে পরিচিত। আইএসএলে বেশ অভিজ্ঞ এই স্প্যানিশ তারকা।
দুটো আলাদা আলাদা পর্বে পুলগা এর আগে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে আইএসএলে খেলেছেন। এর মধ্যে ২০১৪-র ফাইনালে কেরালাকে ফাইনালে পৌঁছতে সাহায্য করেছেন। পরবর্তীতে ২০১৯/২০ মরশুমে তিনি জামশেদপুর এফসিতে আন্তোনিও ইরিওন্দোর কোচিং স্টাফেও কাজ করেছেন।
ইস্টবেঙ্গলে যোগ দিয়ে তারকা স্প্যানিশ জানিয়েছেন, "ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে ভাল লাগছে। ভারতে প্রত্যেকবার ফিরে আসতে দারুণ লাগে। এই দেশ এবং দেশের ফুটবল সম্পর্কে বেশ ভাল ধারণা রয়েছে। ক্লাবের জন্য যথাসর্বস্ব নিজেকে উজাড় করে দেব।"
পুলগার নিযুক্তিতে হেড কোচ মারিও রিভেরা জানিয়েছেন, "ওঁকে সহকারী হিসাবে পেয়ে ভাল লাগছে। ভারতে ওঁর অভিজ্ঞতা রয়েছে। দলের উন্নতিতে ওঁর যোগদান সহায়ক হবে।"
আরও পড়ুন: “হারাটা ইস্টবেঙ্গল অভ্যাসে পরিণত করে ফেলেছে!” প্রাক্তনীদের বিষ্ফোরক চিঠি ক্লাবকে
এদিকে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ের পরে সোমবার ইস্টবেঙ্গল তিলক ময়দান স্টেডিয়ামে নামছে ওড়িশা এফসির বিরুদ্ধে। পয়েন্ট তালিকায় ৮ নম্বরে থাকলেও ওড়িশা এফসির সামনে এখনও সুযোগ রয়েছে শেষ চারে পৌঁছনোর। বর্তমানে ওড়িশা এফসির সংগ্রহে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিতলেই ওড়িশা পঞ্চম স্থানে পৌঁছে যাবে। অন্যদিকে, ১৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল আপাতত দশম স্থানে।
শেষ ম্যাচে শেষ মুহূর্তের গোলে ড্র করে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। এমনটাই দাবি কোচ মারিও রিভেরার। তিনি রবিবার প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন, "চেন্নাইয়িনের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্স চলতি মরশুমের অন্যতম সেরা। কলকাতা ডার্বির প্রথমার্ধের সঙ্গেই তা ওপরের দিকে থাকবে।"
আরও পড়ুন: সুভাষকে কেন নয় দ্রোণাচার্য! প্রশ্ন ব্রাত্য মহাগুরু কোলাসোর, মুখ খুললেন নঈমও
চেন্নাইয়িনের বিরুদ্ধে হাফটাইমে পেপটক দেওয়ার বিষয়ে মারিও রিভেরা বলছেন, "বিরতিতে ডাগ আউটে সমস্ত প্লেয়ারদের বলেছিলাম, সাহসের সঙ্গে খেল, আরও খোলামেলা আক্রমণে ওঠ। তা করে দেখিয়েছে ফুটবলাররা।"
খাতায় কলমে ইস্টবেঙ্গলের যাবতীয় আশা শেষ আইএসএলে। তবু বাকি ম্যাচে খেলার সময় ইস্টবেঙ্গলের মোটিভেশনের কোনও ঘাটতি হবে না। এমনই আশ্বাস দিচ্ছেন লাল হলুদের স্প্যানিশ স্যার। "ফুটবলাররা পেশাদার। প্রত্যেক ম্যাচে নামার জন্য, গোল করার জন্য ওঁরা ক্ষুধার্ত। তাই মোটিভেশন কম হওয়ার কোনও প্রশ্নই নেই। তাই আমরা পয়েন্ট টেবিলের দিকে দেখব না। ম্যাচ ধরে ধরে আমরা ফোকাস করছি। আপাতত পরের ম্যাচে তিন পয়েন্ট অর্জন করে পরবর্তী ম্যাচে নজর রাখব।"
আরও পড়ুন: সুভাষের নামে প্ৰথম সম্মানই ডার্বি-নায়ক কিয়ানকে! বড় ঘোষণা সবুজ-মেরুনের
প্রতিপক্ষ হিসাবে ওড়িশা এফসিকেও বেশ নম্বর দিচ্ছেন রিভেরা। বলে দিয়েছেন, "ওড়িশা এফসি দারুণ ব্যালান্সড দল। সবসময় ওঁদের কম্বিনেশনে ৪+২ জন বলের পিছনে থাকে। তাই ওদের চমক দেওয়া বেশ কঠিন। তাছাড়া ওদের স্কোয়াডে বেশ কয়েকজনের আগে আইএসএল এমনকি লা লিগা খেলার অভিজ্ঞতাও রয়েছে। তাছাড়া ওদের উইঙ্গাররা বেশ দ্রুতগতির।"
এদিকে, সুযোগ পেয়েও সেভাবে গোল করতে পারছেন না মার্সেলো রিবেইরা। তবে কোচ ব্রাজিলিয়ানের পাশেই রয়েছেন। "মার্সেলো অনুশীলনে দারুণ পরিশ্রম করছে। প্রতিপক্ষ অর্ধে আমাদের হয়ে বেশ কিছু সুযোগ তৈরি করছে। চেন্নাইয়িন ম্যাচে সবক'টা ডুয়েলই ও প্রায় জিতেছে। আমাদের সমস্ত আক্রমণের সঙ্গে ও রয়েছে। স্রেফ কটা গোল করল, তা দিয়ে ওঁর পারফরম্যান্স বিচার করা ঠিক হবে না। ইস্টবেঙ্গলের আক্রমণে ও অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন