ইস্টবেঙ্গলে বাতিলের খাতায় এলিয়ান্দ্র, ইউরোপা লিগে খেলা তারকা এবার কনস্টানটাইনের লাল-হলুদে

এলিয়ান্দ্রকে ছাঁটাই করে দুর্ধর্ষ স্ট্রাইকারকে আনতে চলেছে ইস্টবেঙ্গল

এলিয়ান্দ্রকে ছাঁটাই করে দুর্ধর্ষ স্ট্রাইকারকে আনতে চলেছে ইস্টবেঙ্গল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

এটিকে মোহনবাগান জানুয়ারির ট্রান্সফার উইন্ডো আসতেই উঠেপড়ে লেগেছে। ইতিমধ্যেই ফ্লোরেন্তিন পোগবা এবং জনি কাউকোকে রিলিজ করে দিয়ে সই করিয়েছে যথাক্রমে সার্বিয়ান স্লাভকো দামজানোভিচ এবং ফেদেরিকো গালেগোকে। তবে দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে পিছিয়ে থাকছে না ইস্টবেঙ্গলও। সূত্রের খবর, চলতি মাসেই ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে দেখা যেতে পারে ইংরেজ স্ট্রাইকার জেক জার্ভিসকে।

Advertisment

ইস্টবেঙ্গল বাতিলের খাতায় ফেলে দিতে চলেছে ব্রাজিলিয়ান তারকা এলিয়ান্দ্রকে। তাঁর বদলে কোচ স্টিফেন কনস্টানটাইন সই করাতে চলেছেন স্বদেশীয় জেক জার্ভিসকে। আপাতত ভিসা সমস্যায় আটকে রয়েছে ইংরেজ তারকার ভারতে আসার বিষয়টি। সেই সমস্যা মিটলেই জার্ভিসকে বাকি মরশুম খেলতে দেখা যাবে লাল-হলুদ জার্সিতে।

উলভারহ্যাম্পটনের যুব দল থেকে উত্থান জেকের। তারপরে স্রশবেরি টাউনের হয়ে খেলেন যুব পর্যায়ে। সিনিয়র দলে অভিষেক ঘটেছিল বার্মিংহ্যাম সিটির হয়ে। এছাড়াও ইংল্যান্ডের ডিভিশনের লিগে খেলেছেন হেরফোর্ড ইউনাইটেড, নটস কাউন্টি, সুইন্ডন টাউন, প্রেস্টন নর্থ এন্ড, কার্লাইল ইউনাইটেড, ট্রানমোর রোভার্স, পোর্টসমাউথে।

Advertisment

২০১৩-য় তুরস্কের লিগে এলাইজিগস্পোরে সই করেন। তারপরে গোটা একমরসুম কাটান স্কটল্যান্ডের রস কাউন্টির হয়ে। ২০১৮-য় লুটন টাউনে সই করার আগে জার্ভিস আড়াই বছর খেলেন প্লাইমাউথ আরগাইলে। এরপরে উইম্বলডন এবং সালফোর্ড সিটিতে খেলে ২০২০ থেকে খেলছেন ফিনল্যান্ডের এসজেকে-তে।

ইউরোপা লিগে যেমন খেলেছেন বার্মিংহ্যাম সিটির হয়ে তেমন অংশ নিয়েছেন ইউরোপের শীর্ষপর্যায়ের এফএ কাপ, টার্কিশ কাপ, স্কটিশ কাপ, ফিনিশ কাপে।

সবমিলিয়ে ৩১ বছরের ইংরেজ তারকা সিনিয়র পর্যায়ে ২৯২ ম্যাচে ৬৫ গোল করেছেন। চ্যাম্পিয়ন হয়েছেন বার্মিংহ্যাম সিনিয়র কাপে। ইএফএল লিগ টু-এ দু-বার দলকে রানার্স আপ করেছেন ২০১৭/১৭, ২০১৭/১৮ সিজনে।

আলেক্স লিমা, ক্লেইটন সিলভার সঙ্গে এবার ইস্টবেঙ্গলকে আপফ্রন্টে ভরসা জোগাতে পারেন কিনা, সেটাই দেখার।

Indian Football Kolkata Football East Bengal FC ISL East Bangal East Bengal Eastbengal