Advertisment

নবমীর রাতেই সমর্থকদের জন্য বড় ঘোষণা ইস্টবেঙ্গলের! কোন ISL ম্যাচে টিকিটের দাম কত টাকার

কীভাবে পাওয়া যাবে ইমামি ইস্টবেঙ্গলের ম্যাচ টিকিট, জানাল লাল-হলুদ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

৭ তারিখ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। কোচিতে আইএসএল-এর শুভ সূচনা করতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। আইএসএল-এ খেলতে নামার ৭২ ঘন্টা আগেই ইমামি ইস্টবেঙ্গলের তরফে বড়সড় ঘোষণা করে দেওয়া হল সমর্থকদের জন্য।

Advertisment

আইএসএল-এ প্ৰথম তিন হোম ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে যথাক্রমে এফসি গোয়া (১২ অক্টোবর), চেন্নাইয়িন এফসি (৪ নভেম্বর) এবং ওড়িশা এফসির (১৮ নভেম্বর) বিরুদ্ধে। সেই তিন ম্যাচের জন্য টিকিট বিক্রি চালু করে দেওয়া হল।

আরও পড়ুন: সরে যান গোয়েঙ্কা! পুজোর মধ্যেই ‘নতুন অস্ত্রে’ বিদ্রোহ শুরু মোহনবাগানে

'বুক মাই শো' এপ থেকে সরাসরি এই তিন ম্যাচের টিকিট সংগ্রহ করা যাবে। যুবভারতীতে c2, b2/d2, c1/c3, b1/d1 গ্যালারির ম্যাচ ডে টিকিটের মূল্য যথাক্রমে ২০০, ১০০, ৫০, ৫০। ভিভিআইপি গ্যালারিতে টিকিটের দাম ৪০০ টাকা।

এছাড়াই সিজন টিকিটের দাম-ও জানিয়ে দেওয়া হয়েছে ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে। c2 গ্যালারিতে সিজন টিকিটের মূল্য ৯৯৯ টাকা। b2 গ্যালারিতে সিজন টিকিটের দাম রাখা হয়েছে ৪৯৯ টাকা।

আইএসএল-এ খেলতে নামার আগে বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলেছে স্টিফেন কনস্টানটাইনের দল। এরিয়ান ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। বাকি সব ম্যাচেই জয় পেয়েছে ইস্টবেঙ্গল। ডুরান্ডের ডার্বিতে সমর্থকদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছিলেন সুমিত পাসসি এবং এলিয়ান্দ্র। তবে প্রস্তুতি ম্যাচে দেশি-বিদেশি দুই তারকাই গোলের দেখা পেয়েছেন। স্বস্তি পেয়েছেন সমর্থকরা।

আরও পড়ুন: Video: হাত দিয়েই দিশি স্টাইলে বিরিয়ানি খেলেন, পুজো দেখলেন জর্ডন! শহর ঘুরে আপ্লুত ‘বাঙাল পোলা’

শুক্রবার সন্ধেয় বড় ম্যাচে কেরালার বিরুদ্ধে এই ফর্ম দুই তারকা ধরে রাখতে পারবেন? সেটাই প্রশ্ন।

Indian Football Kolkata Football East Bengal Club ISL East Bangal East Bengal Eastbengal
Advertisment