Advertisment

ডার্বির পরেও জ্বলল না মশাল! ইরানিয়ানের হেডে ডুবে গেল ইস্টবেঙ্গল

বাগানের পর এবার ইস্টবেঙ্গলকেও হারাল চেন্নাইয়িন

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ইস্টবেঙ্গল: ০

চেন্নাইয়িন এফসি: ১ (ভাফা হাকামানেশি)

Advertisment

যুবভারতী স্টেডিয়ামে যেন একটুকরো ইরানের প্রতিবাদ নেমে এল। চেন্নাইয়িন এফসির ইরানিয়ান ডিফেন্ডার ভাফা হাকামানেশির সৌজন্যে। গর্জে উঠেছে ইরান। হিজাব না পরার 'অপরাধে' খুন হতে হয়েছে নারীদের। এর প্রতিবাদেই গর্জে উঠেছে গোটা বিশ্ব।

শুক্রবারের যুবভারতী স্টেডিয়ামের সবুজ ঘাসে যেন সেই প্রতিবাদ আছড়ে পড়ল ইরানিয়ান তারকার সৌজন্যে। ডাইভ দিয়ে হেডে গোল করে গিয়েছিলেন ভাফা। তারপরে দেশের নারীদের প্রতিবাদে সামিল হতে ভাফা খুলে ফেললেন নিজের জার্সি।

প্রতিবাদের এমন অনন্য মঞ্চেই ইস্টবেঙ্গল ফের একবার হারল। ডার্বির হার কতটা কাটিয়ে উঠতে পারে ইস্টবেঙ্গল, সেটাই ছিল দেখার। তবে বাঙালি ফুটবলার অধ্যুষিত চেন্নাইয়িন এফসির কাছে দ্বিতীয়ার্ধে করা একমাত্র গোলে হার মানল স্টিফেনের দল।

আরও পড়ুন: লাল-হলুদে হঠাৎ নতুন কোচ! ইস্টবেঙ্গলকে জাতীয় লিগ জেতানো তারকাই ফিরলেন ‘গুরু’ হয়ে

জার্মান কোচ টমাস বদ্রিচের চেন্নাইয়িন এর আগে যুবভারতীতেই এটিকে মোহনবাগানকে বধ করেছিল। সেই একই ভেন্যুতে এবার চেন্নাইয়িনের কাছে হারল কলকাতার অন্য প্রধান। প্রথমার্ধে খেলা গোলশূন্য শেষ হয়েছিল। দুই দলই গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি। এর মধ্যে গোলের জোড়া সুবর্ণ সুযোগ পায় লাল-হলুদ শিবির। ক্লেইটন সিলভা ৩৭ মিনিটে ভাফার ভুলে চেন্নাইয়িন গোলকিপার দেবজিতকে একা পেয়ে গিয়েছিলেন গোলের আগে। তবে ব্রাজিলিয়ান সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। চেন্নাইয়িন বল পজেশনে এগিয়ে থাকলেও ইস্টবেঙ্গল প্রতি আক্রমণে গোল করার সুযোগ খুঁজছিল।

আরও পড়ুন: জুনিয়রদের দিয়ে ব্যাগ বওয়ান! ডার্বি হারের পর গুরবিন্দরের ভয়ঙ্কর অভিযোগে ছিন্নভিন্ন স্টিফেন

৭০ মিনিটে ভাফা গোল করে জার্সি খুলে সেলিব্রেট করার মাশুল গোনেন লাল কার্ড দেখে। বাকি ২০ মিনিট ১০ জনের চেন্নাইয়িনকে পেয়েও সুবিধা করতে পারেনি স্টিফেনের দল। ভাফা লাল কার্ড দেখার চার মিনিট পরেই অনিরুদ্ধ থাপাকে বিশ্রী ফাউল করে লাল কার্ড দেখে বসেন সার্থক গলুই। বাকি সময় দুই দল ১০ জনেই খেলতে বাধ্য হয়। শেষদিকে, ইস্টবেঙ্গল বস একসঙ্গে এলিয়ান্দ্র এবং মোবাসির রহমানকে নামালেও গোলের দেখা পায়নি লাল-হলুদ।

ইস্টবেঙ্গল: কমলজিৎ সিং, লালচুননুঙ্গা, সার্থক গোলুই, ইভান গঞ্জালেজ, জেরি, ভিপি সুহের, কিরিয়াকু, জর্ডন ও'দোহার্তি, নাওরেম মহেশ, হাওকিপ, ক্লেইটন সিলভা

Indian Football Kolkata Football East Bengal Club ISL East Bangal East Bengal Eastbengal
Advertisment