এটিকে মোহনবাগান: ৫ (পেত্রাতোস-৩, কাউকো, লেনি)
কেরালা ব্লাস্টার্স: ২ (কালিউজনি, রাহুল কেপি)
কয়েকদিন আগেই কোচিতে হলুদ সিংহের গুহায় ঢুকে বিধ্বস্ত হয়ে ফিরেছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হারের বদলা এবার নিল শহুরে সতীর্থ সবুজ-মেরুন ফুটবলাররা। গোলবন্যায় ভাসিয়ে ৫-২ ব্যবধানে কেরালা ব্লাস্টার্সকে উড়িয়ে দিয়ে চলতি আইএসএল-এর প্ৰথম জয় তুলে নিল এটিকে মোহনবাগান।
ইস্টবেঙ্গল বধের নায়ক ইভান কালিউজনি কেরালা ব্লাস্টার্সকে প্ৰথম এগিয়ে দিলেও বিরতির আগেই পেত্রাতোস এবং কাউকোর জোড়া গোলে লিড নিয়েছিল ফেরান্দোর ছেলেরা। বিরতির পরেই ৩-১ করে যান পেত্রাতোস।
আরও পড়ুন: যুবভারতীর অন্ধকারেও ঢাকল না বাগানের লজ্জা! হেরেই ISL শুরু ফেরান্দো ব্রিগেডের
ম্যাচের শেষলগ্নে রাহুল কেপি কেরালার হয়ে ৩-২ ব্যবধান কমিয়ে দিয়েছিলেন। তবে ৮৮ মিনিটে পরিবর্ত হিসাবে নামা লেনি রদ্রিগেজ ৪-২ এবং সংযোজিত সময়ে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে যান অজি সুপারস্টার পেত্রাতোস।
ম্যাচের শুরুটা হয়েছিল কেরালা ব্লাস্টার্সের ঝড় দিয়ে। শেষ হল এটিকে মোহনবাগানের গোলবন্যায়। প্রথমার্ধে তিন গোল। দ্বিতীয়ার্ধে আরও চার গোল। আইএসএল-এর প্ৰথম হাইস্কোরিং থ্রিলার দেখল কোচির স্টেডিয়াম। ম্যাচে বাঁশি বাজার সময় থেকেই যেভাবে তেড়েফুঁড়ে বাগানের অর্ধে আক্রমণ শুরু করেছিল ইয়েলো মানজাপ্পারা, তাতে জবুথুবু সবুজ মেরুন ফুটবলারদের দেখে বুকে কাঁপুনি ধরে গিয়েছিল মেরিনার্সদের। সেই আক্রমণের তোড় সামলে ওঠার আগেই গোল হজম করে বসে এটিকে মোহনবাগান। দুরন্ত বিল্ড আপ প্লে থেকে বাঁ পায়ের শটে কেরালাকে এগিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গলকে ডুবিয়ে দেওয়ার নায়ক কালিউজনি।
গোল হজম করার পরেও পরিত্রাণ পায়নি হ্যামিলরা। টানা আক্রমণ চালিয়ে যাচ্ছিল সাহাল, লুনারা। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে থেকে কিছুটা ম্যাচে ফেরে বাগান বাহিনী। পজেশন নিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাতে থাকে এটিকে মোহনবাগান। এই ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েই আধঘন্টার মাথায় প্ৰথম গোল এটিকে মোহনবাগানের। গোলমুখে দারুণভাবে বল নিয়ে এগিয়ে গিয়েও বাঁ প্রান্তে থাকা পেত্রাতোসকে গোলের ঠিকানা লেখা পাস বাড়ান মরোক্কান মিডফিল্ডার। সেখান থেকে গোল করতে ভুল করেননি অজি নাম্বার নাইন।
সমতা ফেরানোর সেই গোলের হ্যাংওভার কাটতে না কাটতেই বাগানের তরফে দ্বিতীয় গোল করে যান জনি কাউকো। মনবীরের পাস ধরে দুরন্ত ফিনিশ করেন ফিনিশ তারকা।
বিরতির আগেই যে মোমেন্টাম পেয়ে গিয়েছিল এটিকে মোহনবাগান, তার রেশই ধরে রেখেছিল বাগান শিবির। আর বেশিক্ষণ গোলের জন্য অপেক্ষা করে থাকতে হয়নি এটিকেএমবি শিবিরকে। ৬২ মিনিটে লিস্টনের পাস ধরে নিজের দ্বিতীয় গোল করে যান পেত্রাতোস।
আরও পড়ুন: লিস্টনরা কি কোচের প্ল্যান ফলো করছেন না! বিষ্ফোরক গুঞ্জনে এবার মুখ খুললেন ফেরান্দো
ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে কেরালা কোচ একসঙ্গে তিনটে বদল ঘটান। নিশু কুমার এবং রাহুল প্রবীণকে নামিয়ে দিয়েছিলেন খাবরা এবং সাহাল আব্দুল সামাদের জায়গায়। ইউক্রেনের কালিউঝনির পরিবর্তে মাঠে নামানো হয় আপোস্টলস জিয়াননুকে। অন্যদিকে, দীপক টাংরিকে তুলে আক্রমণে আরও গতি আনতে হুয়ান ফেরান্দো নামিয়ে দেন লেনি রদ্রিগেজকে।
বিশাল কাইথের ভুলে রাহুল কেপি ম্যাচের ৮২ মিনিটে গোল করে যাওয়ার পরে রুদ্ধশ্বাস উত্তেজনা হাজির হয়েছিল। তবে লেনি রদ্রিগেজ এবং পেত্রাতোস আরও একটি গোল করে হলুদ জার্সিধারীদের উত্তেজনায় জল ঢেলে দেন।
এটিকে মোহনবাগান: বিশাল কাইথ, ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটাল, দীপক টাংরি, জনি কাউকো, দিমিত্রি পেত্রাতোস, হুগো বৌমাস, লিস্টন কোলাসো, মনবীর সিং, আশিক কুরুনিয়ান, আশিস রাই