Advertisment

কুয়াদ্রাতের চ্যাম্পিয়ন সহকারী এবার ISL-এই! ডুবন্ত দলকে ভাসানোর সাহস দেখালেন আবার

বড় আপডেট আইএসএল-এ

author-image
Subhasish Hazra
New Update
carles-cuadrat

ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত (টুইটার)

লজ্জার হারে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছে বেঙ্গালুরু এফসি। মুম্বই সিটি এফসির কাছে ০-৪ গোলে হারের পরেই স্পষ্ট হয়ে গিয়েছিল কোচ সাইমন গ্রেসনের ভবিষ্যত। সেটাই হয়েছে। ইংরেজ কোচকে ছাঁটাই হতে হয়েছে।

Advertisment

টানা সাত ম্যাচে একটাও জয় নেই। নয় ম্যাচ খেলার পর জয়ের সংখ্যা মাত্র একটিতে। এমন পরিস্থিতিতে গ্রেসনের ভাগ্য কার্যত আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। শুক্রবার মুম্বইয়ের কাছে বিধ্বস্ত হওয়ার পর আর দেরি করেনি বেঙ্গালুরু এফসি। সাত সকালেই পত্রপাঠ বিদায় করা হয়েছে আস্টন ভিলা, লেস্টার সিটির প্রাক্তন তারকাকে।

মরশুমের মাঝপথে আপাতত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রেনেডি সিংকে। যিনি অতীতে সঙ্কটজনক অবস্থায় ইস্টবেঙ্গলেও কোচিং করিয়েছেন। বেঙ্গালুরুর সঙ্গে ইস্টবেঙ্গলের কানেকশন অবশ্য এখানেই শেষ নয়। জানা যাচ্ছে, পরবর্তী কোচ-ও কার্যত চূড়ান্ত করে ফেলেছে সুনীল ছেত্রীর দল। স্প্যানিশ ম্যানেজার জেরাল্ড জারাগোজাকে কোচ করে আনা হচ্ছে ব্লুজদের তরফে। যিনি বেঙ্গালুরুতে অতীতে সহকারী কোচের ভূমিকা পালন করেছেন হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের অধীনে।।

মাত্র ২৫ বছরে খেলোয়াড়ি কেরিয়ারকে বিদায় জানিয়েছিলেন জারাগোজা। তারপর গত দেড় দশক ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে মাত্র ৪১ বছরের এই কোচের। কাতালুনিয়া জাতীয় দল হোক, বা সেনেগালের ফুটবল একাডেমি, জর্জিয়ান লিগ, স্পেনের লিগ- কোথায় কোচিং করাননি তিনি! এমনকি কাতার লিগে আল দুহেল স্পোর্টস ক্লাবে ড্যানিশ কিংবদন্তি মাইকেল লদ্রুপের সহকারীর দায়িত্বও পালন করেছেন। ২০১৮/১৯ সিজনে ভারতে এসে ট্রফি জয়ের স্বাদ পান তিনি। কোচ কার্লেস কুয়াদ্রাতের সহকারী হিসাবে আইএসএল-এ বেঙ্গালুরু এফসিকে ট্রফি জিততে সাহায্য করেন।

তবে চ্যাম্পিয়ন হওয়ার পরে বেঙ্গালুরুতে থাকেননি তিনি। দুবাইয়ের আল আহলির যুব দলের হেড কোচ হন। পরে সিনিয়র দলেরও হেড কোচ হয়েছিলেন।

সংযুক্ত আরব আমিরশাহির প্রো লিগে খোর ফাক্কান-এর দায়িত্বে শেষ বার দেখা গিয়েছিল তাঁকে। তবে মরশুমের মাঝপথেই তাঁকে ছাঁটাই হতে হয়। তবে ফিরছেন এবার পুরনো ক্লাবে।

কুয়াদ্রাতের ফর্মুলাতেই বেঙ্গালুরুকে সাফল্য এনে দিতে পারবেন জারাগোজা, সেটা সময়ই বলবে!

Indian Football Bengaluru FC ISL
Advertisment