অভূতপূর্ব ঘটনার সাক্ষী থেকে গেল ভারতীয় ফুটবল। বার্সেলোনা তো বটেই বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মহাতারকা সরাসরি মোহনবাগানে খেলার ইচ্ছা প্রকাশ করলেন। যদিও সেই ঘটনা বাস্তবায়িত হচ্ছে না। এমনটাই জানা যাচ্ছে।
কেরিয়ারের পুরোটাই বার্সেলোনায় খেলেছেন। যুব দল থেকে সিনিয়র দল। সেই সিনিয়র বার্সেলোনা দলকেই প্রবাদপ্রতিম স্তরে নিয়ে গিয়েছিলেন মেসি, জাভি, বাস্কেটস, পিকেদের সঙ্গে। ১৭ বছর টানা খেলেছেন বার্সেলোনার জার্সিতে।
ইউরো, বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্লাবের হয়ে চার-চারটে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছেন। উয়েফা সুপার কাপ জিতেছেন তিনবার। এমনকি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপও চ্যাম্পিয়ন হয়েছেন। সর্বকালের সম্ভবত সর্বশ্রেষ্ঠ কিংবদন্তি নিজেই এবার এজেন্টদের মাধ্যমে মোহনবাগানে খেলার বার্তা পাঠালেন।
বার্সেলোনায় নিজের অধ্যায় শেষের পর ২০১৮ থেকে জে লিগে ভিসেল কোবে-তে খেলছিলেন। দলকে গত বছর ২০২২-এ লিগ চ্যাম্পিয়ন হতেও সাহায্য করেছিলেন ভিসেল কোবেকে।
চলতি সিজন শুরুর আগেই ভিসেল কোবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ইনিয়েস্তার। তিনি নিজেই আইএসএল চ্যাম্পিয়ন ক্লাব মোহনবাগানে খেলতে চেয়েছিলেন। সেই সময় মোহনবাগান কর্তৃপক্ষের তরফে ইনিয়েস্তার বেতন জানতে চাওয়া হয়। জানানো হয়, কিংবদন্তির বার্ষিক বেতন ৮ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬৫ কোটি টাকার বেশি।
যা শুনে পত্রপাঠ মোহনবাগানের যাবতীয় উৎসাহ উড়ে যায়। ইনিয়েস্তার দলকে ছোট একটি হাসির স্মাইলি পাঠিয়ে নাকচ করে দেওয়া হয় প্রস্তাব। মোহনবাগানে প্রত্যাখ্যাত হওয়ার পর ইনিয়েস্তা নাম লেখান সংযুক্ত আরব আমিরশাহির লিগে এমিরেটস ক্লাবে। লুই প্লাগনামার কোচিংয়ে এমিরেটস-এর বিদেশি কোটায় রয়েছেন ব্রাজিলের পিনতাদো, জুনিয়র দস স্যান্টোস, সার্জিও আলেজান্দ্রেরা। তাঁদের সঙ্গেই এবার খেলছেন ইনিয়েস্তা।
ভিসেল কোবেতে মরশুমের মাঝপথেই ক্লাব ছাড়েন। সেই সময় ইনিয়েস্তা স্পষ্ট জানিয়েছিলেন, এখনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেলতে চান। এমন লিগ তাঁর পছন্দ যেখানে পর্যাপ্ত গেম টাইম-ও পাবেন। ইনিয়েস্তার বিপুল আর্থিক দাবি বাস্তব সম্মত নয় বলেই শেষ পর্যন্ত পিছিয়ে আসতে বাধ্য হয়েছিল মোহনবাগান। ইনিয়েস্তার বার্ষিক বেতন আইএসএল-এর চার ক্লাবের সম্মিলিত বাজেটের থেকেও অনেকটা বেশি। ঘটনাচক্রে এই মুহূর্তে সবুজ মেরুন শিবিরের হায়েস্ট পেড ফুটবলার জেসন কামিন্স। যাঁর চুক্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় ৯.৬ কোটি টাকা।