scorecardresearch

সুনীলের গোলের পর দল তুলে নেওয়ার জের! কেরালাকে কোটি কোটি টাকার ভয়ঙ্কর শাস্তি ফেডারেশনের

মাঠ থেকে দল তুলে নিয়ে মনে রাখার মত শাস্তি পেল কেরালা ব্লাস্টার্স

সুনীলের গোলের পর দল তুলে নেওয়ার জের! কেরালাকে কোটি কোটি টাকার ভয়ঙ্কর শাস্তি ফেডারেশনের

আইএসএল-এর সবথেকে বিতর্কিত ঘটনা ঘটে গিয়েছিল প্লে অফে। রুদ্ধশ্বাস লড়াইয়ে বেঙ্গালুরু নির্ধারিত সময়ে সুনীল ছেত্রীর ফ্রিকিক গোলে জয় পায়। তবে গোলকিপার অথবা বিপক্ষ রক্ষণকে কোনওরকম প্রস্তুতির সুযোগ না দিয়ে সেই গোল বিতর্কিত তকমা পেয়ে গিয়েছে। সেই ঘটনার প্রতিবাদে কেরালা কোচ ইভান ভুকুমানোভিচ দল তুলে নেন।

সেই কাণ্ডের জন্য এবার শাস্তি ঘোষণা করল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। কেরালা ব্লাস্টার্সকে ৪ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হল। সেই সঙ্গে কোচকে এআইএফএফ পরিচালিত যে কোনও টুর্নামেন্টে ১০ ম্যাচের নির্বাসনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাসনের পাশাপাশি তাঁকে ৪ লক্ষ টাকা ব্যক্তিগত জরিমানা দিতে হবে। এখানেই শাস্তি থেমে থাকছে না। কেরালা ব্লাস্টার্সকে নির্দেশ দেওয়া হয়েছে, জনসমক্ষে ক্ষমাপ্রার্থনা করতে হবে। কোচকেও জানাতে হবে তিনি ভুল করেছেন।

আরও পড়ুন: মাঠ ছেড়ে ম্যাচ বয়কট কেরালার! সুনীলের বিতর্কিত গোলের পরেই ISL-এ ধুন্ধুমার-গন্ডগোল, দেখুন ভিডিও

শুক্রবার ফেডারেশনের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খেলায় অশ্রদ্ধা আমদানি করে দল তুলে নিয়েছিলেন কোচ ইভান ভুকুমানোভিচ। আর অখেলোয়াড়চিত ব্যবহারের জন্য ক্ষতিপূরণ দিতে হবে কেরালাকে। প্রকাশ্যে ক্ষমা না চাইলে জরিমানার অঙ্ক ৪ কোটি থেকে বেড়ে দাঁড়াবে ৬ কোটিতে। আর কোচ ব্যক্তিগতভাবে ক্ষমা না চাইলে জরিমানা ৪ লাখ থেকে পৌঁছে যাবে ১০ লক্ষে।

আরও পড়ুন: চিটিং করেই কি ফ্রিকিক থেকে গোল! অভিযোগ উঠতেই সুনীলের ঝাঁঝালো আক্রমণ কেরালা ব্লাস্টার্সকে

প্লে অফে বেঙ্গালুরু বনাম কেরালা ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। ৯৭ মিনিটে ফ্রিকিক পেতেই কেরালা ঠিকমত গুছিয়ে ওঠার আগেই ফ্রিকিক থেকে গোল করে যান সুনীল ছেত্রী। এরপরে মাঠেই কেরালা ফুটবলাররা প্রতিবাদ জানাতে থাকেন।

আরও পড়ুন: সুনীলের চালাকি গোল একদমই বৈধ, বলে দিচ্ছে FIFA-র নিয়মই! জানুন কীভাবে

বলে দেন, তাঁরা ঠিকমত পজিশনে দাঁড়ানোর আগেই ফ্রিকিক কিক নিয়ে নেওয়া হয়েছে। তাছাড়া রেফারির ফ্রিকিক শুরুর বাঁশিও তাঁরা শুনতে পাননি। তবে রেফারি সেই যুক্তিতে কর্ণপাত করেননি। তিনি গোল বজায় রাখার পক্ষেই সায় দেন। এরপরেই কেরালার সার্বিয়ান কোচ ইভান ভুকুমানোভিচ দলের ফুটবলারদের মাঠ ছাড়ার নির্দেশ দেন।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Isl 2023 aiff disciplinary committee imposes heavy fine on kerala blasters for walk out against bengaluru fc