Advertisment

ATK আর থাকছে না! চ্যাম্পিয়ন হয়েই সমর্থকদের জন্য বিশাল ঘোষণা কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার

সমর্থকদের আবেগকে অবশেষে স্বীকৃতি দিলেন সঞ্জীব গোয়েঙ্কা

author-image
Subhasish Hazra
New Update
NULL

ভারতীয় ফুটবলে ইতিহাসের খাতায় চলে গেল এটিকে। মোহনবাগানের সঙ্গে লেজুর হয়ে জুড়েছিল 'এটিকে' শব্দবন্ধনী। আইএসএল-এর সফলতম ফ্র্যাঞ্চাইজি ছিল এটিকে। তবে আগামী মরশুম শেষে শুধুই মোহনবাগান। সবুজ মেরুন ক্লাবের নতুন নাম ঠিক করে ফেললেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

Advertisment

নিজের আইএসএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ক্লাবের নতুন নাম হচ্ছে মোহনবাগান সুপারজায়ান্টস।

সমর্থকদের দীর্ঘদিনের দাবি ছিল মোহনবাগানের নামের পাশ থেকে সরিয়ে ফেলা হোক 'এটিকে' শব্দ। এই নিয়ে বহুবার প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল হয়েছে রাজপথ, ময়দান, যুবভারতী। এমনকি প্লে-অফেও ওড়িশাকে টাইব্রেকারে হারানো ম্যাচে 'রিমুভ এটিকে' আন্দোলন নিয়ে প্রশ্নের মুখে পাস কাটিয়ে গিয়েছিলেন সঞ্জীববাবু।

আরও পড়ুন: বিশাল হাতে ISL চ্যাম্পিয়ন ATKMB! রুদ্ধশ্বাস টাইব্রেকারে শাপমুক্তি বাগানের

তবে গোয়ায় ফাইনাল জয়ের মঞ্চেই বিরাট ঘোষণা করে ফেললেন তিনি। রুদ্ধশ্বাস টাইব্রেকারে পাবলো পেরেজ বল পোস্টের ওপর দিয়ে উড়িয়ে দিতেই ইতিহাসে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। মাঠেই উড়তে শুরু করে দিল সবুজ মেরুন আবির। তখনও বুঝতে পারা যায়নি কতবড় সারপ্রাইজ দিতে চলেছেন স্বয়ং সঞ্জীব গোয়েঙ্কা। জয়ের পর সরাসরি মাঠে দাঁড়িয়েই সম্প্রচারকারী চ্যানেলে বলে দিলেন, এটিকে থাকছে। পরের মরশুমে দলের নাম বদলে হচ্ছে মোহনবাগান সুপারজায়ান্টস।

২০১৪-য় আইএসএলের অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। হাবাসের হাত ধরে। তারপরে সেই হাবাসই আবার লাল-সাদা জার্সিধারীদের চ্যাম্পিয়ন করেন ২০১৯/২০ সিজনে। মাঝে ২০১৬-য় ফের একবার এটিকে চ্যাম্পিয়ন হয়েছিল। তখন কোচ ছিলেন হোসে মোলিনা।

মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হওয়ার পর এটিকে এবারই প্ৰথম আইএসএল চ্যাম্পিয়ন হল। তবে সরে আইএসএল ইতিহাসে রেকর্ডবার চ্যাম্পিয়ন হওয়া 'এটিকে'।

Read the full article in ENGLISH

Mohunbagan Kolkata Football Indian Football ATK Mohun Bagan ISL atk-mohun-bagan
Advertisment