/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/mohun-bagan-sg.jpg)
মোহনবাগান (টুইটার)
সবকিছু ঠিকঠাক থাকলে একই সঙ্গে সবুজ মেরুন জার্সিতে খেলতে দেখা যেতে পারে একসঙ্গে তিন ভাইকে। আইএসএল মাতাচ্ছেন দিমিত্রি পেত্রাতোস। মাঠে নামলেই গোলের বন্যা তাঁর পায়ে। সবুজ মেরুন সমর্থকদের নয়নের মণি তিনি। আইএসএল-ও জিতিয়েছেন মোহনবাগানকে।
তবে দিমিত্রির সঙ্গেই এবার খেলতে দেখা যেতে পারে তাঁর নিজের দুই ভাই কোস্তা পেত্রাতোস এবং মাকি পেত্রাতোসকে। ইন্টারন্যাশনাল উইন্ডোয় গোটা বিশ্বের ফুটবলাররা জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত। ক্লাব ফুটবল বন্ধ। তবে দলকে গুছিয়ে নিতে ছুটির এই সময়কেই বেছে নিয়েছেন কোচ হুয়ান ফেরান্দো। রিজার্ভ গোলকিপার হিসাবে বাগান সই করানোর পথে কানাডার লিগে খেলা সানি ধালিওয়াল। তিনি ট্রায়ালে এসেছেন বাগানে।
সেই সঙ্গে ট্রায়ালে এসেছেন দিমিত্রির দুই ভাই কোস্তা এবং মাকি পেত্রাতোস-ও। দুজনেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ডিভিশনের ফুটবলে খেলেন একই ক্লাবের হয়ে- সেন্ট জর্জ সিটি। কোস্তা ফরোয়ার্ড। তবে মাকি মাঝমাঠে খেলেন। বতর্মানে দ্বিতীয় ডিভিশনে খেললেও এ লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে দিমিত্রির দুই ভাইয়ের। কোস্তা যেমন নিউক্যাসল জেটস, পারথ গ্লোরির মত ক্লাবে খেলেছেন। তেমন মাকিকে দেখা গিয়েছে নিউক্যাসল-এর হয়ে খেলতে। অস্ট্রেলিয়ায় বাইরে কোস্তার সাইপ্রাসের লিগে অলিম্পিয়াস লিম্পিয়ন-এর হয়ে এবং মাকির গ্রিক লিগে কারাইসকাকির হয়ে খেলারও অভিজ্ঞতা রয়েছে। কোস্তা অস্ট্রেলিয়ার যুব দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়েও খেলেছেন।
🚨 Dimitri Petratos' brothers Kosta and Maki are currently under trails at Mohun Bagan. The duo currently play for St. George FC in the Australian 2nd division and have scored 10 and 7 goals respectively last season.#baruipurmariners#JoyMohunBagan#marinerspic.twitter.com/tnb4GK4Vyr
— Baruipur Mariners (@baruipurmariner) October 16, 2023
গ্রিক বংশোদ্ভূত পেত্রাতোস পরিবারের রক্তেই রয়েছে ফুটবল। দিমিত্রি, কোস্তা, মাকির বাবা এঞ্জেলো ডিফেন্ডার হিসাবে খেলতেন সিডনি অলিম্পিক এফসিতে। পেত্রাতোস পরিবারের একমাত্র কন্যা পানাজিওতাও মহিলা ফুটবলার। খেলেছেন অস্ট্রেলিয়ার মহিলা ফুটবল লিগে নিউক্যাসল দলের হয়ে।
Dimitri Petratos' header ensures the 😁 of the #MBSG fans!
The #Mariners have established the lead against #ChennaiyinFC!
LIVE action continues on #JioCinema, #Sports18 & #VH1✨#ISL10#ISLonJioCinema#ISLonSports18#ISLonVH1#LetsFootball#MBSGCFC#ISLpic.twitter.com/wYgPLNCS4P— Sports18 (@Sports18) October 7, 2023
হুয়ান ফেরান্দো জরিপ করে নিচ্ছেন কোস্তা, মাকিকে। মোহনবাগানে এমনিতেই সমস্ত বিদেশির কোটা পূরণ হয়ে গিয়েছে। এমন অবস্থায় কেন কোস্তা, মাকি স্রেফ অনুশীলন করার জন্য কলকাতায় এসেছেন নাকি ট্রায়ালে ডেকে ফেরান্দো দুই ভাইকে নিয়ে অন্য কোনও প্ল্যানিং করছেন, তা স্পষ্ট হবে কিছুদিনের মধ্যেই।
যাইহোক, মোহনবাগান আপাতত আইএসএল-এ নামার আগে পাখির চোখ করছে এএফসি কাপে। দুর্গাপুজোর সময় বাগান ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ঘরের ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস-এর বিপক্ষে। প্ৰথম দুই ম্যাচেই বাগান উড়িয়ে দিয়েছে ওড়িশা এফসি এবং মাজিয়াকে। শীর্ষে থাকা বাগানের মুখোমুখি হবে গ্রুপে তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা। আগের ম্যাচেই ওড়িশাকে হারিয়ে আসা বসুন্ধরা কিংস মোহনবাগানের কাছে শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দিতে পারে।