/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/mohun-bagan-sg-2.jpg)
প্ৰথম ম্যাচেই দুরন্ত জয় বাগানের (টুইটার)
মোহনবাগান: ৩ (কামিন্স, পেত্রাতোস, মনবীর)
পাঞ্জাব এফসি: ১ (মনবীর)
আইলিগের চ্যাম্পিয়ন বনাম আইএসএল চ্যাম্পিয়ন। দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে মোহনবাগান ৩-১ গোলে বিধ্বস্ত করল পাঞ্জাব এফসিকে। প্রথমার্ধেই কামিন্স, পেত্রাতোসের গোলে ২-০ এগিয়ে গিয়েছিল বাগান। বিরতির পর পাঞ্জাব একটি গোলশোধ করলেও মনবীর সুপার সাব হিসাবে ৩-১ করে দেওয়ার পর নিভে যায় পাঞ্জাবের প্রতিরোধ।
এই সিজনে ব্যাক থ্রি ফর্মেশনে খেলাচ্ছেন কোচ হুয়ান ফেরান্দো। আনোয়ার আলি, হেক্টর ইউৎসে এবং ব্রেন্ডন হ্যামিল তিন সেন্ট্রাল ব্যাককেই নামিয়ে দেন স্প্যানিশ কোচ। শুভাশিস এবং আশিস রাইকে দুই প্রান্ত দিয়ে আক্রমণ শানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। সমস্যা হচ্ছিল। দুই প্রান্ত দিয়ে দুজন আক্রমণ উঠলে ওপেন স্পেস পেয়ে যাচ্ছিল পাঞ্জাব এফসি।
Three points to begin the new campaign! Joy Mohun Bagan! 💚♥️#MBSG#JoyMohunBagan#আমরাসবুজমেরুনpic.twitter.com/8TvfbI7oHz
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 23, 2023
প্রথমার্ধে এই সমস্যা মালুম হয়নি। আক্রমণের তোড়ে ভাসিয়ে দিয়েছিল সবুজ মেরুন শিবির। ৬০ শতাংশ বল পজেশন নিয়ে বিরতির আগে মাতিয়ে দিয়েছিল বাগান শিবির। প্ৰথম দশ মিনিটেই গোল পেয়ে গিয়েছিল মোহনবাগান। ডান দিক থেকে কাটব্যাক করেছিলেন আশিস বল রেখেছিলেন সাহালকে। সাহালের টাচ থেকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গোল করে যান জেসন কামিন্স।
We are grateful to Kolkata Metro Railway for extending their support to us 💚♥️
Kaushik Mitra, Chief Public Relations Officer of Kolkata Metro Railway, spoke about the decision to add two extra trains after the end of the match!#MBSG#JoyMohunBagan#আমরাসবুজমেরুনpic.twitter.com/nHMYBGos0q— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 23, 2023
এরপরে টানা আক্রমণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল গতবারের আইলিগ চ্যাম্পিয়নরা। ৩৫ মিনিটে বাগানের হয়ে ব্যবধান বাড়ান দিমিত্রি পেত্রাতোস। কামিন্স পাঞ্জাব বক্সে পাস বাড়িয়েছিলেন লিস্টনের উদ্দেশ্যে। কোলাসোর ব্যাকহিল থেকে দারুণভাবে ফিনিশ করে যান পেত্রাতোস।
বিরতির পর স্বমূর্তি ধরেছিল পাঞ্জাব। প্রথমার্ধের হতাশা সরিয়ে গা ঝাড়া দিয়ে মাঠে নামে ভার্গাতিসের পাঞ্জাব। প্রশান্ত, লুকা মাজসেন, হুয়ান মেরাদের প্রেসিং ফুটবলে হঠাৎ করেই বিরতির পর 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' দশা হয়েছিল। আর টানা প্রেসিং ফুটবলে মোক্ষম ভুল করে বসেছিলেন গ্লেন মার্টিন্স। ব্যাক পাস করতে গিয়ে টাইমিংয়ে ভুল করে বসেন তিনি। বিশাল কাইথ এগিয়ে এসেও পরিস্থিতি সামাল দিতে পারেননি। দারুণ ফিনিশ করে ম্যাচে উত্তেজনার সঞ্চার করে যান পাঞ্জাব ক্যাপ্টেন লুকা মাজসেন।
তবে পাঞ্জাবের আধিপত্যের মধ্যেই খেলার গতির বিপরীতে গোল করে যান পরিবর্ত হিসাবে মাঠে নামা মনবীর। আশিসের বদলে মাঠে নেমে প্রথম টাচেই গোল করেন মনবীর।
জিতলেও বেশ কিছু বিষয়ে ফেরান্দোর চিন্তা থাকবে। শনিবার সাহালকে নামানো হয়েছিল অনিরুদ্ধ থাপার ভূমিকায়। বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে। সেই ভূমিকায় গ্লেন মার্টিন্সকে কিন্তু সহায়তা করতে পারেননি সাহাল। আক্রমণে ওঠার সময় সমস্যা না হলেও রক্ষণাত্মকভাবে এখনও উন্নতির অবকাশ রয়েছে বাগানের।
দেখো ঐ ওড়ে নিশান, খেলার আকাশ ছোঁয়ার সোপান। ✨#MBSG#JoyMohunBagan#আমরাসবুজমেরুনpic.twitter.com/LrZq0mbEeC
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 23, 2023
ডিফেন্ডারদের মধ্যে এখনও তালমিলের অভাব দেখা গেল। কোলাসোকে এদিনও ওয়াইড ভূমিকায় না রেখে মাঝামাঝি রাখা হল। যেই ভূমিকায় গোয়ান তারকা মানিয়ে নেওয়ার চেষ্টা করলেন।
মোহনবাগান: বিশাল কাইথ, শুভাশিস বোস, ব্রেন্ডন হ্যামিল, আশিস রাই, হেক্টর ইউৎসে, আনোয়ার আলি, গ্লেন মার্টিন্স, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস