ইস্টবেঙ্গল শনিবার খেলতে নেমেছে হায়দরাবাদ এফসির বিপক্ষে। আর সেই দিনেই বড়সড় আপডেট এল সদ্য প্রাক্তন কোচকে নিয়ে। স্টিফেন কনস্টানটাইন নতুন চাকরি পেয়ে গেলেন। পাকিস্তানের জাতীয় দলের কোচ হিসেবে ঘোষিত হল ইংরেজ বসের নাম।
ইস্টবেঙ্গলে অনেক আশা নিয়ে এসেছিলেন। তবে সঙ্গে করে নিয়ে এসেছিলেন 'অজুহাত'। বারবার দল গঠন থেকে টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বিষোদগার করেছেন। বারবার ব্যর্থ হওয়ার মঞ্চে স্বল্প সময়ের দল গঠনকে ঢাল করেছেন। কনস্টানটাইনের আমলে শোচনীয় পারফর্ম করেছে ইস্টবেঙ্গল।
প্রত্যাশা মতই মরশুম শেষ হতেই ব্রিটিশ কোচের বিদায় ঘটে গিয়েছিল কলকাতা থেকে। নতুন কোচ হিসেবে ইস্টবেঙ্গলের হটসিটে বসেছেন কার্লেস কুয়াদ্রাত। এসেই সমর্থকদের মন জয় করে নিয়েছেন। ডুরান্ড কাপের ফাইনালেও দলকে পৌঁছে দিয়েছেন স্প্যানিশ বস।
যাইহোক, ইস্টবেঙ্গল এবং ভারতের জাতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টানটাইনের হাত ধরেই ঘুরে দাঁড়াতে চাইছে পড়শি দেশের ফুটবল। শেহজাদ আনোয়ার পাকিস্তানের জাতীয় দলের হেড কোচ ছিলেন। তবে বারবার হতাশাজনক পারফরম্যান্স করার পর পাক ফুটবল সংস্থার তরফে সরিয়ে দেওয়া হয়েছে আনোয়ারকে।
ভারতের জাতীয় দলের কোচ ছিলেন ২০১৫ থেকে। ২০১৯ পর্যন্ত দায়িত্ব সামলেছেন টিম ইন্ডিয়ার। তার আগে একদফায় ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত ভারতের হেড কোচ ছিলেন। কোচ হিসেবে টিম ইন্ডিয়ার তাঁর সবথেকে বড় কৃতিত্ব ছিল ভারতকে ১৭৬ থেকে ফিফা ক্রমতালিকায় ৯৬-এ পৌঁছে দেওয়া। এছাড়াও তাঁর আমলে এএফসি চ্যাম্পিয়ন্স কাপের কোয়ালিফিকেশনও পেয়েছিল ভারত। উইম কোয়েভারম্যান্সকে সরিয়ে ভারতের কোচ হন তিনি।
সামনেই ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার শুরু হবে। কনস্টানটাইনের হাত ধরে পাকিস্তান ফুটবল ঘুরে দাঁড়াতে পারবে? সেটা সময়ই বলবে।