Advertisment

নিশ্চিত পেনাল্টি দিলেন না রেফারি! ড্র করে ISL শুরু কুয়াদ্রাতের ইস্টবেঙ্গলের

কুয়াদ্রাত জমানার ইস্টবেঙ্গল প্ৰথম ম্যাচে নেমেছিল জামশেদপুরের বিপক্ষে

author-image
IE Bangla Sports Desk
New Update
east-bengal

ঘরের মাঠে আটকে গেল ইস্টবেঙ্গল (টুইটার)

ইস্টবেঙ্গল: ০

জামশেদপুর এফসি: ০

Advertisment

ডুরান্ড কাপে স্বপ্নের দৌড় দেখিয়েছিল ইস্টবেঙ্গল। ফাইনালে পৌঁছে গিয়েছিল লাল-হলুদ শিবির। কুয়াদ্রাত জমানায় আইএসএল অভিযান শুরু হল অবশ্য এক পয়েন্ট নিয়েই। ঘরের মাঠে জামশেদপুরের সঙ্গে গোলশূন্য ড্র করে আইএসএল-এর শুরুর ম্যাচে।

তবে ইস্টবেঙ্গলের ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে। ম্যাচের সংযোজিত সময়ে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হল জামশেদপুর। খেলা শেষের বাঁশি বাজার কয়েক মিনিট আগেই ইস্টবেঙ্গলের বক্সে আক্রমণ শানিয়েছিল জামশেদপুর। গোলের জন্য আগুয়ান ইমরানকে পিছন থেকে পায়ে ট্যাপ করে ফেলে দেন হরমনজোৎ খাবরা। সঙ্গেসঙ্গেই বক্সের মধ্যে কাতরাতে থাকেন ইমরান। তবে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। জামশেদপুর পেনাল্টি পেলে হয়ত খালি হাতেই ফিরতে হত লাল-হলুদ শিবিরকে।

নতুন করে উজ্জীবিত ইস্টবেঙ্গলকে সোমবার যুবভারতীতে হারানোর মোক্ষম সুযোগ পেয়েছিল জামশেদপুর এফসি। তবে স্কট কুপারের দলের জন্য ভাগ্য সহায় হল না।

গোটা ম্যাচে দুই দলই একাধিক সুযোগ পেয়েছিল। তবে কেউই কাজে লাগাতে পারেনি। ইস্টবেঙ্গল শেষের দিকে হতাশ হয়ে পড়ে। খেলা গড়ায় শারীরিক স্তরে। হরমনজোৎ খাবরার পাল্টা দেন ইস্পাতনগরীর ক্লাবের এমিল বেনি। তিনি ক্রেসপোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্ৰথমে বেনি ফাউল করেন স্প্যানিশ মিডিওকে। তারপরেই কনুই দিয়ে ইচ্ছাকৃতভাবে বেনিকে ধাক্কা মারেন ক্রেসপো। চাপে থাকা রেফারি প্ৰথমে লাল কার্ড দেখিয়ে দেন বেনিকেই। পরে অবশ্য নিজের সিদ্ধান্ত বদল করে হলুদ কার্ড দেখান জামশেদপুরের তারকাকে।

সোমবার কুয়াদ্রাত শক্তিশালী দলই নামিয়েছিলেন। ক্লেইটন বাদে পুরো শক্তির দল নামান স্প্যানিশ বস। শুরুটা খারাপ করেনি। তবে প্ৰথমার্ধের শেষ কোয়ার্টারে ম্যাচের রাশ ধীরে ধীরে দখল নিতে থাকে জামশেদপুর। ইস্টবেঙ্গলের আক্রমণ মিডফিল্ডেই জমাট বেঁধে যাচ্ছিল। কোনও পাসিং আউটলেট খুঁজে পাচ্ছিলেন না ক্রেসপোরা। মন্দার ওভারল্যাপে উঠে বা নাওরেম উইং ধরে বিক্ষিপ্তভাবে আক্রমণ শানালেও গোলের হদি দিতে পারেননি।

৩৮ মিনিটে ইস্টবেঙ্গলকে লিড এনে দেওয়ার মোক্ষম সুযোগ পেয়েছিলেন সিভেরিও। বোরহার ক্রস পাঠিয়েছিলেন। তবে বক্সের মধ্যে সেই শট বারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন তারকা। বিরতির আগে ছোটখাটো এক স্পেলে বোরহা, মহেশরা তুখোড় উইং প্লে-তে টানা গোলের সুযোগ তৈরি করেছিলেন। তবে গোল আসেনি।

দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে কুয়াদ্রাত বোরহা, সৌভিক এবং তারপর নিশু কুমারকে তুলে নামিয়ে দেন যথাক্রমে ক্লেইটন, রাকিপ এবং এডুইন ভান্সপালকে। তবে গোলের দেখা আর মেলেনি। জামশেদপুরের হয়ে গোলকিপার টিপি রেহনেশ নিজের পুরোনো দলের বিপক্ষে জ্বলে ওঠেন।

ইস্টবেঙ্গল: প্রভসুখন গিল, হরমনজোৎ খাবরা, মন্দার রাও দেশাই, নিশু কুমার, হোসে আন্তোনিও পারদো, জেভিয়ের সিভেরিও, নন্দকুমার, সাউল ক্রেসপো, বোরহা হেরেরা, সৌভিক চক্রবর্তী, নাওরেম মহেশ

Indian Football Kolkata Football East Bengal Club ISL East Bangal East Bengal Eastbengal
Advertisment