Advertisment

বিদেশের তারকা খচিত ক্লাবে সই ইভানের! ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচের অধীনেই খেলবেন সুপারস্টার

ইভানকে নিয়ে বড়সড় আপডেট

author-image
Subhasish Hazra
New Update
east-bengal-ivan

চুক্তির আগেই ইস্টবেঙ্গল ছাড়তে হয়েছে ইভান গঞ্জালেজকে (ছবি: টুইটার এবং শশী ঘোষ)

ইস্টবেঙ্গলে দীর্ঘ টালবাহানার শিকার হয়েছিলেন। চুক্তির এক বছর মেয়াদ বাকি থাকতেই ইস্টবেঙ্গলের তরফে রিলিজ করে দেওয়া হয়েছিল ইভান গঞ্জালেজকে। তাঁর বদলে ইস্টবেঙ্গল সই করিয়েছিল ভ্যালেন্সিয়া, ভিলারিয়েলের জার্সিতে খেলা স্টপার হোসে আন্তোনিও পারদো লুকাসকে। সেই ইভান অবশ্য বেশিদিন ক্লাব-বিহীন থাকলেন না। ফ্রি এজেন্ট থাকা তাঁর সঙ্গে চুক্তি পাকা করে ফেলল নেপালের সুপার লিগের ক্লাব এফসি চিটওয়ান। নেপালি লিগে বেশ সাড়া জাগানো দল এই চিটওয়ান।

Advertisment

তাৎপর্যপূর্ণভাবে ইস্টবেঙ্গল ছাড়লেও নেপালি ক্লাবে গিয়েও তাঁকে খেলতে হবে প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিলের কোচিংয়ে। গত সেপ্টেম্বরেই আইলিগ জয়ী ভারতীয় কোচকে রিক্রুট করেছে চিটওয়ান।

নেপালি সুপার লিগের অন্যতম তারকা বোঝাই দল এই এফসি চিটওয়ান। ২ বছর আগে নেপালি লিগে খেলা চালু করে ক্লাবটি। নেপালের ললিতপুরকে বেস করে এই দলটি বিদেশি হিসাবে নিয়েছে মহম্মদ সালাহের দেশ ইজিপ্টের জাতীয় দলের হয়ে যুব পর্যায়ে খেলা স্ট্রাইকার আহমেদ ফাতি মহম্মদকে। তাঁর সঙ্গে আক্রমণে জুটি বাঁধবেন ফ্রান্সের লিগে খেলে আসা ফরাসি স্ট্রাইকার গোরান জারকোভিচ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও তুরস্কের ক্লাব ইস্তেগালের হয়ে। মিডফিল্ডার হিসেবেও রয়েছে ইজিপ্টের এল সায়েদ শাবাম। মাঝমাঠে সই করানো হয়েছে ক্যামেরনের রুডি মাবাকপকে।

যাইহোক, ইস্টবেঙ্গলে নাম লেখানোর আগে ইভানকে আইএসএল-এ দেখা গিয়েছিল এফসি গোয়ার জার্সিতে। এফসি গোয়ায় খেলার আগে ৩২ বছরের স্প্যানিশ তারকা খেলেছিলেন কালচারাল লিওনেসার হয়ে। যেখানে তিনি ক্যাপ্টেন ছিলেন।

গঞ্জালেজের ফুটবল হিসাবে বেড়ে ওঠা রিয়াল মাদ্রিদের আঁতুরঘরে। রিয়ালের যুব দলের প্রোড্যাক্ট তিনি। সেখান থেকে রিয়াল মাদ্রিদের সি দলে জায়গা করে নেন। ২০০৮-০৯ সালে স্পেনের তেরেসা ডিভিশনে সিনিয়র কেরিয়ার শুরু করেন রিয়াল মাদ্রিদ সি দলের জার্সিতে।

ডিফেন্সে যে কোনও পজিশনে খেলতে পারেন। রিয়াল মাদ্রিদের যুব দলে নাচোর সঙ্গে সেন্ট্রাল ডিফেন্স সামলাতেন। এছাড়াও রাউল, আর্জেন রবেন, এঞ্জেল ডি মারিয়া, ইকের ক্যাসিয়াস, করিম বেনজিমা, সের্জিও রামোস, মার্সেলোদের সঙ্গে অনুশীলন করেছেন।

রিয়াল মাদ্রিদের বিভিন্ন দলে ১০ বছর কাটিয়ে গঞ্জালেজ নাম লেখান স্পেনের চতুর্থ ডিভিশনে দিপর্তিভো-বি দলে। তারপরে তিনি খেলেন যথাক্রমে ইউবি কনকিউয়েন্স, কালচারাল লিওনেসা র হয়ে।

২০১৬-য় দ্বিতীয়বারের মত কালচারাল লিওনেসার হয়ে খেলেন। মোট ১৬৭টি ম্যাচ খেলেন কালচারাল লিওনেসার হয়ে। দলকে দ্বিতীয় ডিভিশনে তুলতেও সাহায্য করেন।

রেসিং ফেরোলের হয়ে কোপা ডেল রে খেলেছেন। স্প্যানিশ কাপ কম্পিটিশনে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়ার মত দেশের শীর্ষসারির দলগুলির বিরুদ্ধে মুখোমুখি হয়েছেন একাধিকবার।

ইস্টবেঙ্গল জার্সি ছাড়ার পর আবেগে ভেসে গিয়েছিলেন স্প্যানিশ তারকা। নিজের টুইটারে ভিডিও বার্তায় বলেছিলেন, "ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভিডিও পোস্ট করছি। স্রেফ গত সিজনের জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। কঠিন সময়ে, এমনকি খারাপ ফলাফল সত্ত্বেও তোমরা আমাদের পাশে ছিলে সমর্থনের জন্য। ইস্টবেঙ্গলের সঙ্গে আমার চুক্তি ফিনিশ হয়ে গিয়েছে। কিছু বলার নেই। ক্লাবের অন্যতম এক ক্যাপ্টেন হতে পেরে, ভারতে দুরন্ত ক্লাবের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।”

“গত বছর তোমরা যা করেছ, সেই সমর্থনের জন্য ধন্যবাদ। জানি ফলাফল মোটেই ভাল হয়নি। তবে তোমরা আমাদের জন্য ছিলে। জয় ইস্টবেঙ্গল। ক্লাবের জন্য তোমরা যা করেছ, তার জনঃ অনেক অনেক ধন্যবাদ।”

Indian Football Kolkata Football Nepal East Bengal Club ISL East Bangal East Bengal Eastbengal
Advertisment