Advertisment

জাতীয় দলে ফুটবলার ছেড়ে কি ক্ষতিই হল! সাংবাদিক সম্মেলনে হতাশার বিস্ফোরণ ফেরান্দোর

সোজাসুজি বিস্ফোরক হুয়ান ফেরান্দো

author-image
Subhasish Hazra
New Update
mohun bagan sacks juan ferrando, juan ferrando mohun bagan

Mohun Bagan Super Giant New Coach: হুয়ান ফেরান্দো

জাতীয় দল বনাম ক্লাব সংঘাতে উত্তাল ভারতীয় ফুটবল। কোচ ইগর স্টিম্যাচ নিত্য নিয়মিত সোশ্যাল মিডিয়া, সাক্ষাৎকারে বলে চলেছেন, বুঝিয়ে যাচ্ছেন জাতীয় দলের উন্নতির জন্য ক্লাবগুলিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া কতটা বাঞ্ছনীয়।

Advertisment

এমন অগ্নিগর্ভ পরিস্থিতিতেই আরও আগুন জ্বলে উঠেছে কিংস কাপে বাগানের আশিক কুরুনিয়ান চোট পেয়ে বসায়। এসিএল টিয়ার হয়ে যিনি আপাতত বেশ কিছু ম্যাচে খেলতে পারবেন না।

নিউজ৯-কে মোহনবাগানের এক সূত্র জানিয়েছে, "ভারতীয় দলের মেডিক্যাল টিম এমআরআই-ও করায়নি। চোটের বিষয়ে গুরুত্ব না বুঝেই ক্লাবে পাঠিয়ে দিয়েছে। জানা গিয়েছে, এসিএল-এ ৪০ শতাংশ টিয়ার রয়েছে।"

ভারতীয় টিম ম্যানেজমেন্টের ওপর বেজায় খাপ্পা হয়ে এশিয়ান গেমসে লিস্টন কোলাসোকেও না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাগান। এমন আবহেই সাংবাদিক সম্মেলনে গোটা ঘটনায় রীতিমত ক্ষিপ্ত বাগান বস হুয়ান ফেরান্দো।

আরও পড়ুন: হাবাসের সঙ্গে কি ইগোর সংঘাত চরমে! সবার সামনে সোজাসুজি জবাব দিলেন ফেরান্দো

বুধবার শহরের এক পাঁচতারা হোটেলে মিডিয়া ডে আয়োজন করেছিল আইএসএল কর্তৃপক্ষ। সেই মিডিয়া ডে-তে এসেই হুয়ান জানিয়ে দিলেন, "পুরোপুরি চোটের বিষয়ে অবহিত নই। চিকিৎসকের থেকে জানতে চোটের মাত্রা কতটা। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করা হবে। আমি ভীষণই হতাশ। চূড়ান্ত হতাশ এই চোট নিয়ে। পুরো ঘটনা আমরা পর্যালোচনা করব। স্ক্যান-এর রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী কর্মপন্থা চূড়ান্ত করব।" কিংস কাপে ইরাকের বিরুদ্ধে ম্যাচে চোট পান বাগানের তারকা উইঙ্গার। তাঁকে তুলে নামানো হয় রহিম আলিকে।

সবমিলিয়ে জাতীয় দল বনাম ক্লাব সংঘাতে আশিক কুরুনিয়ান ইস্যু যে পরিস্থিতি আরও গনগনে করে তুলল, তা নিয়ে সন্দেহ নেই।

atk-mohun-bagan Mohunbagan Mohun Bagan Super Giants Mohun Bagan Indian Football indian football team ISL
Advertisment