গত সিজনে কঠিন পরিস্থিতি চ্যাম্পিয়ন করেছিলেন। তারপরেও সমর্থকদের একাংশ সন্তুষ্ট নয়। হুয়ান ফেরান্দো চ্যাম্পিয়ন হওয়ার পরেও তাঁর মাথার ওপরে টিডি হিসাবে হাজির করা হয়েছিল আন্তোনিও লোপেজ হাবাসকে। যুব দলের উন্নতি এবং সিনিয়র দলের সঙ্গে যোগসূত্র স্থাপন করাই হাবাসের মূল লক্ষ্য।
তবে হাবাসের সঙ্গে হুয়ান ফেরান্দোর দর্শনের সংঘাত হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে এই মরশুমের শুরুতে। হাবাস অনেকটাই রক্ষণাত্মক স্টাইলে খেলাতে পছন্দ করেন, সেখানে ফেরান্দো বল পজেশন ভিত্তিক ফুটবলে বিশ্বাসী।
টিডি হিসাবে হাবাসের নিয়োগ সংঘাতের আবহ বাড়িয়ে দিল কিনা, এমন জল্পনার খোলামেলা জবাব দিলেন বাগানের সদ্য ডুরান্ড জয়ী কোচ।
শহরের এক পাঁচতারা হোটেলে মিডিয়া ডে আয়োজন করেছিল আইএসএল কর্তৃপক্ষ। সেখানেই হুয়ান ফেরান্দো সাফ জানিয়ে দেন, "হাবাস লিগের অনেক অভিজ্ঞ কোচ। লিগের সংস্কৃতি সম্পর্কে ও ওয়াকিবহাল। আমাদের মধ্যে দল, প্লেয়ার, ফুটবলের পয়েন্ট টেবিল নিয়ে কথাবার্তা হয়। আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। অনেক কিছুই নিয়েই আমাদের মধ্যে আলোচনা হয়। ফুটবল নিয়ে ওঁর সঙ্গে আলোচনা করতে ভালোই লাগে। আমরা দলের জন্য একসঙ্গে কাজ করছি। দলকে সাহায্য করাই আমাদের উদ্দেশ্য।"
আরও পড়ুন: হাবাসের সঙ্গে কি ইগোর সংঘাত চরমে! সবার সামনে সোজাসুজি জবাব দিলেন ফেরান্দো
হাবাস-হুয়ান মস্তিষ্কের জন্যই এগিয়ে মোহনবাগান। বাকি দলগুলোর তুলনায়। তবে স্রেফ মোহনবাগান নয়, একাধিক ক্লাব এবার আইএসএল জয়ের দাবিদার। এমনটাই বলছেন স্প্যানিশ বস। জানিয়েছেন, "ওড়িশার ফুটবল দল এবার দারুণ। মুম্বইও যথেষ্ট শক্তিশালী দল। আমার মতে নয় দল এবার চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকবে। বহু দলকে হারাতে যথেষ্ট কষ্টসাধ্য হতে চলেছে।"
হুয়ানের আরও সংযোজন, "লিগ যথেষ্ট কঠিন হতে চলেছে। তবে আমাদের কাপ জেতার চেষ্টা চালিয়ে যেতে হবে। সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে।"
"আইএসএল সহ প্রতিটি টুর্নামেন্টের প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। আগামীদিনের জন্য স্কোয়াড পুরোপুরি প্রস্তুত। প্রত্যেক ম্যাচেই নিজেদের উন্নতির প্রয়াস চালিয়ে যেতে হবে।"