আইলিগ জয়ী বাগানের সহকারী ছিলেন তিনি। এককভাবে কোচিং করিয়ে বাগানকে কলকাতা লিগেও চ্যাম্পিয়ন করেছেন। সেই শঙ্করলাল চক্রবর্তী এবার কেরিয়ারে বড়সড় দায়িত্ব পেলেন। আইএসএল-এ পাঞ্জাব এফসির সহকারী কোচ হচ্ছেন তিনি।
বৃহস্পতিবারই বিরাট ঘোষণা করে দিল পাঞ্জাব এফসি। শনিবার আইএসএল-এ পাঞ্জাবের আইএসএল দুনিয়ায় আবির্ভাব ঘটছে মোহনবাগানের বিপক্ষে। সেই ম্যাচের আগেই চমকে দেওয়া ঘোষণা করল গতবারের আইলিগ চ্যাম্পিয়ন দল।
প্ৰথম বাঙালি হিসাবে গত জানুয়ারিতে কোচিংয়ের প্রো লাইসেন্স পাওয়ার কীর্তি অর্জন করেছিলেন শঙ্করলাল চক্রবর্তী। এর ফলে স্রেফ আইএসএল নয়, এশিয়ার যে কোনও প্রান্তে কোচিং করানোর ছাড়পত্র পেয়ে গিয়েছেন তিনি। তারপরে এবার সরাসরি তিনি যোগ দিচ্ছেন আইএসএল-এ।
খেলোয়াড়ি জীবন দীর্ঘায়িত হয়নি। চিমার ট্যাকলে পায়ের শিনবোন ভেঙে গিয়েছিল। ইতি পড়ে গিয়েছিল সমস্ত সম্ভবনার। তবে নাছোড় মানসিকতার শঙ্করলাল ময়দান ছেড়ে পালাননি।
ময়দানে কোচিং কেরিয়ার শুরু করেন মোহনবাগানে। ২০১৫-য় বাগানের আইলিগ জয়ী দলের সহকারী কোচ ছিলেন। হেড কোচ সুভাষ ভৌমিক এবং পরবর্তীতে সঞ্জয় সেনের অধীনে বাগানের কোচিং কেরিয়ার শুরু করেন। তারপর সঞ্জয় সেনের বিদায়ের পর বাগানকে কলকাতা লিগেও চ্যাম্পিয়ন করেন। মোহনবাগান ছাড়াও ভবানীপুর, মহামেডানের হেড স্যারের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। কলকাতা পর্ব চুকিয়ে বেঙ্গালুরু ইউনাইটেড, এমনকি আইলিগে সুদেবা এফসিরও কোচ হয়েছিলেন। আপাতত তিনি পাঞ্জাবের হেড কোচ স্টেইকস ভার্গাতিসের সহকারী হচ্ছেন।
এর আগে বাঙালি কোচেদের মধ্যে সঞ্জয় সেন এটিকের, মৃদুল বন্দোপাধ্যায় দিল্লি ডায়নামোজের সহকারী কোচ হয়েছেন আইএসএল-এ। সেই তালিকায় এবার নাম লেখালেন শঙ্করলাল-ও।