আইএসএল সহ সমস্ত ক্লাব ফুটবলেই আপাতত বিরতি। ফিফা র ইন্টারন্যাশনাল উইন্ডো ওপেন। জাতীয় দলের ম্যাচ চলছে বিশ্বজুড়ে। এর মধ্যেই চুপিসাড়ে বড়সড় চুক্তি করার পথে এগোল মোহনবাগান। কানাডায় খেলা গোলকিপার সানি ধালিওয়ালকে টার্গেট করল আইএসএল চ্যাম্পিয়নরা।
সমস্ত বিভাগেই সেরা তারকাদের ছড়াছড়ি বাগানে। এক পজিশনে একাধিক তারকা রয়েছে সবুজ-মেরুন স্কোয়াডে। তবে একমাত্র চিন্তার জায়গা গোলকিপিং বিভাগ। বিশাল কাইথ দলের ফার্স্ট চয়েস গোলকিপার। দ্বিতীয় এবং তৃতীয় চয়েস গোলকিপার হিসাবে সবুজ-মেরুন স্কোয়াডে রয়েছেন অর্শ আনোয়ার শেখ, দেবনাথ মন্ডল। তবে রিজার্ভ এই দুই গোলকিপার মোটেও নির্ভরযোগ্য নন।
এই সমস্যা সমাধানেই উদ্যোগী হয়েছে বাগান। জানা যাচ্ছে কানাডার লিগে খেলা ভারতীয় তারকা সানি ধালিওয়ালকে সই করাতে চলেছে বাগান। যুব বিশ্বকাপে দেশের জার্সিতে খেলার জন্য ট্রায়াল দিয়েছিলেন তিনি।
তবে ভারতে নয়, বহুদিনই বিদেশে প্রবাসী সানি ধালিওয়াল। কলকাতায় জন্ম। তবে দীর্ঘদিন বিদেশে খেলছেন। কানাডায় খেললেও পাসপোর্ট রয়েছে ভারতের। তারকার বেড়ে ওঠা টরেন্টো একাডেমি থেকে। তারপর গত কয়েক বছরে খেলেছেন টরেন্টো স্কিলজ, মার্কিন যুক্তরাষ্ট্রের লিগের জিএম প্যাট্রিওটস, এসবি ভ্যাকুয়েরস-এর হয়ে। বর্তমানে ফ্রি এজেন্ট তিনি।
ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাওয়ার ফ্রি এজেন্ট তারকা ছাড়া সই করাতে পারবে না কোনও দল। সানির তাই কলকাতায় আগমন একপ্রকার পাকা। তবে ট্রায়ালে ডাকা হয়েছে তাঁকে। ট্রায়ালে পছন্দ হলেই সানিকে সই করাবে বাগান।
যাইহোক, মোহনবাগান আপাতত আইএসএল-এ নামার আগে পাখির চোখ করছে এএফসি কাপে। দুর্গাপুজোর সময় বাগান ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ঘরের ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস-এর বিপক্ষে। প্ৰথম দুই ম্যাচেই বাগান উড়িয়ে দিয়েছে ওড়িশা এফসি এবং মাজিয়াকে। শীর্ষে থাকা বাগানের মুখোমুখি হবে গ্রুপে তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা। আগের ম্যাচেই ওড়িশাকে হারিয়ে আসা বসুন্ধরা কিংস মোহনবাগানের কাছে শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দিতে পারে।