Advertisment

জোড়া লজ্জার হারে বাগানে নড়বড়ে ফেরান্দোর চেয়ার! তারকা বিদেশিকে বাতিলের পথে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা

সময়টা মোটেই ভালো যাচ্ছে না মোহনবাগান সুপার জায়ান্টের।

author-image
Subhasish Hazra
New Update
ferrando-bagan

বাগানে প্রত্যাশার উত্তাপ টের পাচ্ছেন হুয়ান ফেরান্দো (টুইটার)

সময়টা মোটেই ভালো যাচ্ছে না হুয়ান ফের্নান্দোর। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মোহনবাগান সুপার জায়ান্টকে ঢেলে সাজানোর দায়িত্ব নিয়েছিলেন। চ্যাম্পিয়ন করে চলতি সিজনের শুরুতে টুর্নামেন্টের সেরা দল গড়েছিলেন। অস্ট্রেলীয় বিশ্বকাপার জেসন কামিন্স তো বটেই আর্মেনিয়ান সুপারস্টার আর্মান্দো সাদিকু, স্প্যানিশ তারকা হেক্টর ইউৎসেকে নিয়েছিলেন বিদেশিদের কোটায়।

Advertisment

দেশীয় তারকাদের মধ্যে সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, আনোয়ার আলিদের নিয়ে মরশুম শুরু করেছিলেন স্প্যানিশ কোচ। তবে আইএসএল সিজন অর্ধেক গড়াতে না গড়াতেই গরম টের পাচ্ছেন স্প্যানিশ বস। ইনজুরি, হার, ড্রয়ের যাঁতাকলে অগোছালো হয়ে গিয়েছে বাগান শিবির। এএফসির পর যেন অভিশাপ তাড়া করছে আইএসএল-এও। এতেই বিপদ গুনছেন বাগানের স্প্যানিশ গুরু।

আর মাত্র কয়েকদিন। তারপরেই জানুয়ারির ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। জানা যাচ্ছে, মোহনবাগান ছেড়ে দিতে চলেছে আর্মেনিয়ান সেন্টার ফরোয়ার্ড আর্মান্দো সাদিকুকে। সাদিকু-কামিন্স-পেত্রাতোস ফলা ভাবা হয়েছিল প্রতিপক্ষ অর্ধে ঝড় তুলবে। তবে আপফ্রন্টে ফুল ফোটাতে ব্যর্থ হয়েছে অজি-আর্মেনিয়ান ত্রিফলা।

এএফসি কাপে ওড়িশার কাছে যুবভারতীতে চুরমার হয়েছে স্বপ্ন। গত বছর মোহনবাগান এএফসি কাপের গ্রুপ পর্বের বাধা টপকে ইন্টার জোনাল সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। তবে এবার গ্রুপ পর্ব-ও পেরোতে পারেনি। ওড়িশা, বসুন্ধরা তো বটেই মাজিয়ার কাছেও হারতে হয়েছে।

আইএসএল-ও দুরন্ত শুরু করার পর হঠাৎ করেই আবার ছন্দপতন হয়েছে। টানা দুই ম্যাচে মুম্বই সিটি এবং এফসি গোয়ার কাছে হার বাগানে হঠাৎ ঝড় এনে দিয়েছে। ওড়িশার কাছে ৫ গোল হজম করার পর সেই যুবভারতীতেই ৪ গোল খেয়ে বসেছে সবুজ মেরুন শিবির। তিন নম্বরে নেমে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

এতেই হুয়ান ফার্নান্দোর চেয়ার নড়বড়ে হয়ে গিয়েছে। দুঃস্বপ্নের হারের পর গ্যালারিতে উঠে গিয়েছে, 'গো ব্যাক ফেরান্দো' স্লোগান। এমন অবস্থায় দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোয় ভালোভাবে দল গুছিয়ে নিতে মাঠে নামছে বাগান শিবির।

সাদিকুকে সরিয়ে দলের রক্ষণ সংগঠন আরও জোরদার করতে চাইছে বাগান। হেক্টর ইউৎসে, কামিন্সদের পারফরম্যান্স নিয়েও ক্ষোভ রয়েছে বাগান শিবিরে। জানা যাচ্ছে, আনোয়ারের ব্যাক আপ হিসাবে হায়দরাবাদ এফসির চিঙ্গলসেনাকে চাইছে মোহনবাগান, এছাড়া শুভাশিস বোসের ব্যাক আপ হিসাবে নজরে রয়েছেন এফসি গোয়ার তরুণ লেফট ব্যাক জেভিয়ের গামা।

সবমিলিয়ে, দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোয় নিজেদের বদলে ফেলতে পারবে মোহনবাগান, সময়ই উত্তর দেবে।

atk-mohun-bagan Mohunbagan Mohun Bagan Super Giants Mohun Bagan Indian Football Kolkata Football ISL
Advertisment