Advertisment

ভাল কোচই এনেছে ইস্টবেঙ্গল! বিস্ফোরক সাক্ষাৎকারে লাল-হলুদের 'বিশ্বাসঘাতক' লোবেরা

মোহনবাগান, ইস্টবেঙ্গল নিয়ে কলকাতায় এসে মুখ খুললেন সের্জিও লোবেরা

author-image
Subhasish Hazra
New Update
Sergio-lobera-east-bengal

একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন সের্জিও লোবেরা (গ্রাফিক্স প্রত্যুষ রায়)

সবকিছু ঠিকঠাক থাকলে ডার্বিতে হুয়ান ফেরান্দোর উল্টো দিকের ডাগ আউটে বসতেন তিনি। কার্লেস কুয়াদ্রাত নন, হয়ত তাঁর নামেই জয়ধ্বনি দিতেন লাল-হলুদ সমর্থকরা। তবে সেই বিষয় অতীত। সের্জিও লোবেরা ইস্টবেঙ্গলকে কথা দিয়েও কথা রাখেননি। তা নিয়ে একসময় উত্তাল হয়েছিল কলকাতা ময়দান। একদম শেষ মুহূর্তে ডজ করে ওড়িশায় সই করেন স্প্যানিশ মায়েস্ত্র। লাল-হলুদ শিবিরের পক্ষ থেকে বিশ্বাস ঘাতকতার অভিযোগও আনা হয়েছিল।

Advertisment

কুয়াদ্রাত অবশ্য লাল-হলুদের হেড স্যার হয়ে শুরুতেই মাতিয়ে দিয়ে। ডার্বি জয়, ডুরান্ড রানার্স- কুয়াদ্রাত আপাতত লাল-হলুদ জনতার নয়নের মণি।।

মিডিয়া ডে উপলক্ষ্যে কলকাতায় এসেছিলেন ওড়িশার হেড স্যার সের্জিও লোবেরা। সেখানেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে দিলেন একান্ত সাক্ষাৎকার। মুখ খুললেন একাধিক বিষয়ে:

মোহনবাগানের হেভিওয়েট টিম: মোহনবাগান বড় ক্লাব, ভালো ক্লাব। এই নিয়ে কোনও সন্দেহ নেই। প্রতিপক্ষ হিসাবে সমস্ত ক্লাবকেই সম্মান করি। অনেক ভাল ফুটবলার রয়েছে ওদের। এছাড়াও এফসি গোয়াও ভাল দল গড়েছে। সমস্ত দলই এবার কম্পিটিটিভ। দারুণ লড়াই হতে চলেছে।

আরও পড়ুন: হাবাসের সঙ্গে কি ইগোর সংঘাত চরমে! সবার সামনে সোজাসুজি জবাব দিলেন ফেরান্দো

ইস্টবেঙ্গল কি ব্যালান্সড টিম?
প্রতিপক্ষ দলকে নিয়ে বিশ্লেষণ পছন্দ করি না। কোচ হিসেবে আমার দায়িত্ব নিজের ক্লাব নিয়ে ভাবা। অবশ্যই ইস্টবেঙ্গল ভালো দল। ওঁদের কোচও বেশ ভালো। কার্লেস আগে থেকেই পরিচিত।

চ্যাম্পিয়ন্স লিগে নিজের পুরোনো ক্লাব মুম্বই সিটি এফসি বনাম আল হিলাল দ্বৈরথ:
মুম্বই বড় দল। সিটি গ্রুপ বিশ্বের সেরা ফুটবল গ্রুপের অন্যতম। আমি নিশ্চিত ওঁরা চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবে। ওঁদের জন্য শুভেচ্ছা রইল।

তিনি মুম্বইয়ের কোচ থাকলে নেইমারকে আটকানোর ছক কষতেন:
শুধুমাত্র নেইমার নয়, আল হিলাল পুরো দল হিসেবেই দারুণ। মুম্বই দেশের প্রতিনিধিত্ব করবে। দারুণ একটা ম্যাচ দেখার অপেক্ষায় রইলাম।

টিম ইন্ডিয়া কোচ ইগর স্টিম্যাচের ক্লাব থেকে ফুটবলার ছাড়ার আহ্বান:
আমার মনে হয় কমিউনিকেশন গুরুত্বপূর্ণ। জাতীয় দলের হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ। তবে সমন্বয় ভীষণ জরুরি।

atk-mohun-bagan Indian Team Mohun Bagan Super Giants Mohun Bagan Indian Football indian football team East Bengal Club Mohunbagan ISL East Bangal East Bengal Eastbengal
Advertisment