Advertisment

যুবভারতীতে আচমকা অজ্ঞান বাগান গোলকিপার! এম্বুলেন্স ঢুকতেই বুক চলকে উঠল সকলের, জানুন মর্মান্তিক ঘটনা

হঠাৎ করেই দুশ্চিন্তায় ভেসে গিয়েছিল যুবভারতী

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

যুবভারতীতে হঠাৎ করেই সকলের বুক যেন থমকে গেল। ম্যাচ চলাকালীনই জ্ঞান হারালেন এটিকে মোহনবাগান গোলকিপার বিশাল কাইথ। যে ঘটনা প্রত্যক্ষ করে বুক চলকে উঠল গোটা দেশের ফুটবলের।

Advertisment

শনিবার যুবভারতীতে এটিকে মোহনবাগান প্লে অফে খেলতে নেমেছিল ওড়িশা এফসির বিরুদ্ধে। সেই ম্যাচেই দুর্ঘটনা। ম্যাচের বয়স তখন একঘন্টার কাছাকাছি। সেট পিস থেকে লম্বা সেন্টার আয়ত্তে আনতে গিয়েছিলেন সবুজ মেরুন গোলকিপার। সেই সময়েই অচৈতন্য হয়ে পড়েন তিনি। হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গিয়েছিল নাকি অন্য কোনও কারণে বিশাল জ্ঞান হারিয়ে ফেলেন তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: যুবভারতীতে কলিঙ্গ জয়! বুমোস, পেত্রাতোসের গোল ঝড়ে শেষ চারে বাগান

বিশাল কাইথ অচৈতন্য হয়ে পড়তেই রেফারি তৎক্ষণাৎ মেডিক্যাল টিমকে চিকিৎসার ইঙ্গিত দেন। মাঠে ঢুকে পড়ে এম্বুলেন্স। তবে সকলে স্বস্তি দিয়ে বিশাল কিছুক্ষণ পরেই দলের মেডিক্যাল টিমের পরিচর্যায় জ্ঞান ফিরে পান। কনকাশনের জন্য অবশ্য তাঁকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন কোচ হুয়ান ফেরান্দো।

বিশাল কাইথের পরিবর্ত হিসাবে নামানো হয় আর্শ আনোয়ার শেখকে। কোচকে ভরসা জুগিয়ে আর্শ তেকাঠির নিচে দলকে নির্ভরতাও দেন।

যাইহোক, মাঠ ছাড়ার কিছুক্ষণ পরেই বিশালকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এটিকে মোহনবাগানের তরফে সরকারি কোনও বিবৃতি দেওয়া হয়নি বিশালের শারীরিক অবস্থা নিয়ে। তবে ক্লাব সূত্রে খবর, বিশাল সুস্থই রয়েছেন। বাকি পরীক্ষা নিরীক্ষা করার পরেই জানা যাবে তাঁর অচৈতন্য হয়ে পড়ার মূল কারণ। তবে বিশাল কাইথ মাঠ ছাড়ার সময়েই জানিয়েছেন, কোনও সমস্যা নেই তাঁর।

এটিকে মোহনবাগান শনিবার হুগো বুমোস এবং দিমিত্রি পেত্রাতোসের গোলে ২-০ গোলে ওড়িশাকে হারিয়ে সেমিতে পৌঁছে গেল। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দুই লেগের সেমিতে খেলতে হবে বাগান বাহিনীকে। সেই ম্যাচের আগে বিশাল কাইথ ফিট হতে পারবেন কিনা, সেটাই এখন দেখার।

Mohunbagan Kolkata Football Indian Football ATK Mohun Bagan ISL atk-mohun-bagan
Advertisment