scorecardresearch

লোবেরার ওড়িশা থেকে তারকা বিদেশিকে ছিনিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল! লড়াই এবার টক্করে টক্করে

ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গেল ছয় বিদেশিই, জেনে নিন তালিকা

লোবেরার ওড়িশা থেকে তারকা বিদেশিকে ছিনিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল! লড়াই এবার টক্করে টক্করে

সের্জিও লোবেরা ধোকা দিয়েছিলেন ইস্টবেঙ্গলকে। এবার লোবেরার ওড়িশা এফসি থেকেই তারকা বিদেশিকে ছিনিয়ে নিতে চলেছে ইস্টবেঙ্গল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সিজনে ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠ মাতাতে দেখা যেতে পারে সাউল ক্রেসপোকে। এমনটাই খবর।

পনফেরান্দিনা থেকে উত্থান ক্রেসপোর। ২০১৫-য় ক্রেসপো যোগ দেন বি ডিভিশনের আতলেতিকো আস্তরগা এফসিতে। যেই সিজনের পরে পুনরায় যোগ দেন পুরোনো ক্লাব পনফেরান্দিনায়। তিন বছরের চুক্তিতে সই করেছিলেন তিনি। তবে ঠিক পরের বছরেই রেলিগেশনের শিকার হয় পনফেরান্দিনা। তিনি তৃতীয় ডিভিশনেরই আরান্দিনা এফসিতে যোগ দেন সাময়িক চুক্তিতে। ২০১৭-য় পুনরায় সই করেন পনফেরান্দিনায়। এবার দলকে দ্বিতীয় ডিভিশনে তুলতে সাহায্য করেন।

গত বছর প্ৰথমবার স্পেনের বাইরে পা রাখেন সাউল। এক বছরের চুক্তিতে সই করেন ওড়িশা এফসিতে। ওড়িশার জোসেফ গামবাউয়ের কোচিংয়ে বছরভর বেশ নজরকাড়া ফুটবল খেলেছিলেন। দলকে সুপার কাপ জিততেই সাহায্য করেন। লোবেরার ওড়িশা তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করার আগেই তিনি আপাতত পা বাড়িয়ে ইস্টবেঙ্গলের দিকে। যেখানে তিনি গুরু হিসাবে পাবেন কার্লেস কুয়াদ্রাতকে।

মাত্র ২৬ বছর বয়স। বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে খেলতে পারেন। কুয়াদ্রাতের কোচিং স্টাইলের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারবেন তিনি।

সবমিলিয়ে, ইস্টবেঙ্গলের ছয় বিদেশিই কার্যত চূড়ান্ত হয়ে গেল। আপফ্রন্টে ক্লেইটনের সঙ্গে জুটি বাঁধবেন জেভিয়ের সিভেরিও। মিডফিল্ডার পজিশনে দুই বিদেশি থাকছেন বোরহা হেরেরা এবং ক্রেসপো। ডিপ ডিফেন্সে ইভান গঞ্জালেজের সঙ্গে জুটি বাঁধবেন সম্ভবত অস্ট্রেলিয়ান জেমস দোনাচি।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Isl 2023 saul crespo set to join east bengal under carles cuadrat