ISL 2024-25 Final: ভাঙল আবেগের বাঁধ, ফাইনালে নামার আগে কী বললেন সুনীল?

Sunil Chhetri: সুনীল জানিয়েছেন, সমর্থকদের ভালবাসা ছাড়া বেঙ্গালুরু এফসি কোনওদিন ফাইনালে পৌঁছতে পারত না। ফাইনাল ম্য়াচেও যেন তাঁরা পাশেই থাকেন। এই ম্য়াচের দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে। আপাতত খেলা শুরুর অপেক্ষা।

Sunil Chhetri: সুনীল জানিয়েছেন, সমর্থকদের ভালবাসা ছাড়া বেঙ্গালুরু এফসি কোনওদিন ফাইনালে পৌঁছতে পারত না। ফাইনাল ম্য়াচেও যেন তাঁরা পাশেই থাকেন। এই ম্য়াচের দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে। আপাতত খেলা শুরুর অপেক্ষা।

author-image
Koushik Biswas
New Update
Sunil Chhetri BFC

বেঙ্গালুরু এফসি-র ফুটবলার সুনীল ছেত্রী

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপর শুরু হতে চলেছে মহাযুদ্ধ। ২০২৪-২৫ আইএসএল (ISL 2024-25) ফাইনালে মুখোমুখি খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট  (Mohun Bagan Super Giants) এবং বেঙ্গালুরু এফসি (bengaluru FC)। এই ম্য়াচের আগে দুটো শিবিরেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ইতিমধ্যে বেঙ্গালুরু এফসি-র তারকা ফুটবলার সুনীল ছেত্রী সমর্থকদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিলেন। 

Advertisment

সুনীল জানিয়েছেন, সমর্থকদের ভালবাসা ছাড়া বেঙ্গালুরু এফসি কোনওদিন ফাইনালে পৌঁছতে পারত না। ফাইনাল ম্য়াচেও যেন তাঁরা পাশেই থাকেন। প্রসঙ্গত, চলতি ISL টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হচ্ছে।

সমর্থকদের ভালবাসা উজাড় করে দিলেন সুনীল

ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সুনীল ছেত্রী লিখেছেন, 'আমি জানি যে আপনাদের অনেকেই হয়ত স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু একটা কথা আপনারা কখনই ভুলবেন না, একমাত্র আপনাদের জন্যই আমরা এতদুর আসতে পেরেছি। যেভাবে আপনারা গোটা টুর্নামেন্ট জুড়ে আমাদের পাশে ছিলেন, সেকারণে আমরা নিজেদের সৌভাগ্যবান বলে মনে করি। এই ম্য়াচ শুরু হওয়ার আগে একটাই কথা বলতে চাই। আমরা সবাই আপনাদের খুব ভালবাসি।'

Advertisment

দেখে নিন ভিডিও:

ম্যাচের আগে সাংবাদিক বৈঠক করতে এসে বেঙ্গালুরু এফসি-র হেড কোচ জেরার্ড জারাগোজা বলেছেন, 'ফাইনাল ম্য়াচের জন্য আমরা কার্যত মুখিয়ে আছি। সবকিছু আপাতত ঠিকঠাক রয়েছে। এই ম্য়াচ জেতার ব্যাপারে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। কলকাতা আমাদের দ্বিতীয় বাড়ি। কারণ এখানেই আমরা ডুরান্ড কাপ খেলেছিলাম। এই টুর্নামেন্টের প্লে-অফে আমরা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছি। এবার মেগা ফাইনালের জন্য আমরা অপেক্ষা করছি।'

কী বললেন গুরপ্রীত সিং সান্ধু?

জারাগোজার সুরেই সুর মেলালেন বেঙ্গালুরু এফসি-র গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। বেঙ্গালুরুর সঙ্গে গুরপ্রীতের সম্পর্ক বেশ পুরনো। তিনি বললেন, 'পেশাদার ফুটবলার হিসেবে এই শহর থেকেই নিজের কেরিয়ার শুরু করেছিলাম। একেবারে শুরু থেকে যুক্ত থাকার কারণে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। এই জার্নিটার জন্য আমি কৃতজ্ঞ।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'যদি আপনি বড় ম্য়াচে, বড় ফাইনালে খেলার সুযোগ পান, তাহলে অবশ্যই এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকেন। আর যুবভারতী স্টেডিয়ামে সমর্থকরা কী করতে পারে, সেটা আমরা সকলেই জানি। কলকাতায় ফাইনাল ম্য়াচটা খেলতে পেরে আমি যারপরনাই কৃতজ্ঞ।' তাঁর কথায়, 'গোটা মরশুমে মোহনবাগান ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করেছে। কেউ সেকথা অস্বীকার করতে পারবেন না। আর সেকারণেই ওরা লিগ শিল্ডের খেতাবও জয় করেছে।'

Mohun Bagan Super Giants Bengaluru FC ISL 2024-25 Sunil Chhetri