Advertisment

বছরের শুরুতেই বাগান ছাড়লেন ফেরান্দো! চ্যাম্পিয়ন গুরুর হাতেই দায়িত্ব হস্তান্তর ISL জয়ী কোচের

Antonio Lopez Habas Returns: মোহনবাগান তোলপাড় ফেলে দিল বুধবারের এক সিদ্ধান্তেই।

author-image
Subhasish Hazra
New Update
mohun bagan sacks juan ferrando, juan ferrando mohun bagan

Mohun Bagan Super Giant New Coach: হুয়ান ফেরান্দো

Mohun Bagan Sacks Juan Ferrando: জল্পনা চলছিল-ই। সেই জল্পনা সত্যি করেই এবার মোহনবাগানে হুয়ান ফেরান্দো অধ্যায় শেষ হয়ে গেল। নতুন বছরের তৃতীয় দিনেই স্প্যানিশ কোচকে ছাঁটাই করল মোহনবাগান। ক্রমাগত খারাপ পারফর্ম্যান্স এবং এএফসি কাপের ব্যর্থতা সঙ্গে নিয়েই ফেরান্দোর বিদায় ঘটছে সবুজ-মেরুন শিবির থেকে। তাঁর জায়গায় দলের নতুন কোচ হচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস। যিনি এতদিন দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে যুক্ত ছিলেন। বুধবার বড়সড় ঘোষণায় বাগানে কোচের পালাবদল চূড়ান্ত হয়ে গেল ছোট বার্তাতেই।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-য় আগেই জানানো হয়েছিল, হুয়ান ফেরান্দোর চেয়ার নড়বড়ে। সেই খবরই বুধবার কনফার্ম হয়ে গেল।

সময়টা মোটেই ভালো যাচ্ছিল না হুয়ান ফের্নান্দোর। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মোহনবাগান সুপার জায়ান্টকে ঢেলে সাজানোর দায়িত্ব নিয়েছিলেন। চ্যাম্পিয়ন করে চলতি সিজনের শুরুতে টুর্নামেন্টের সেরা দল গড়েছিলেন। অস্ট্রেলীয় বিশ্বকাপার জেসন কামিন্স তো বটেই আর্মেনিয়ান সুপারস্টার আর্মান্দো সাদিকু, স্প্যানিশ তারকা হেক্টর ইউৎসেকে নিয়েছিলেন বিদেশিদের কোটায়। তবে প্ল্যানমাফিক এগোল না কিছুই।

Antonio Habas Replaces Juan Ferrando

দেশীয় তারকাদের মধ্যে সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, আনোয়ার আলিদের নিয়ে মরশুম শুরু করেছিলেন স্প্যানিশ কোচ। তবে আইএসএল সিজন অর্ধেক গড়াতে না গড়াতেই গরম টের পাচ্ছিলেন স্প্যানিশ বস। ইনজুরি, হার, ড্রয়ের যাঁতাকলে অগোছালো হয়ে গিয়েছে বাগান শিবির। এএফসির পর যেন অভিশাপ তাড়া করছিল আইএসএল-এও। এতেই বিপদ গুনছিলেন বাগানের স্প্যানিশ গুরু। শেষমেশ বছর শেষ হতেই চাকরি খোয়াতে হল তাঁকে।

এএফসি কাপে ওড়িশার কাছে যুবভারতীতে চুরমার হয়েছে স্বপ্ন। গত বছর মোহনবাগান এএফসি কাপের গ্রুপ পর্বের বাধা টপকে ইন্টার জোনাল সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। তবে এবার গ্রুপ পর্ব-ও পেরোতে পারেনি। ওড়িশা, বসুন্ধরা তো বটেই মাজিয়ার কাছেও হারতে হয়েছে।

আইএসএল-ও দুরন্ত শুরু করার পর হঠাৎ করেই আবার ছন্দপতন হয়েছে। টানা দুই ম্যাচে মুম্বই সিটি এবং এফসি গোয়ার কাছে হার বাগানে হঠাৎ ঝড় এনে দিয়েছে। ওড়িশার কাছে ৫ গোল হজম করার পর সেই যুবভারতীতেই ৪ গোল খেয়ে বসেছে সবুজ মেরুন শিবির। তিন নম্বরে নেমে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

এতেই নিজের বিদায় যেন পড়ে ফেলেছিলেন তিনি। সেটাই হল। চ্যাম্পিয়নের মুকুট খুলেই সরে যেতে হল তাঁকে।

Mohunbagan Kolkata Football Indian Football Mohun Bagan ISL atk-mohun-bagan Mohun Bagan Super Giants
Advertisment