East Bengal: ৫.৮ কোটি খরচ ট্রান্সফার সিজনে! হারের পর হারে দায়িত্ব ছাড়লেন লাল হলুদের প্রফেসর কুয়াদ্রাত

East Bengal coach carles cuadrat resigns: অবশেষে ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত।

East Bengal coach carles cuadrat resigns: অবশেষে ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত।

author-image
IE Bangla Sports Desk
New Update
East Bengal coach carles cuadrat resigns

East Bengal: পদত্যাগ করলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত (টুইটার)

East Bengal coach carles cuadrat resigns: অনেক আশা নিয়ে ইস্টবেঙ্গলে এসেছিলেন। ডুরান্ড কাপের ফাইনালে দলকে তোলার পর 'প্রফেসর' ট্যাগ জুড়ে দেওয়া হয়েছিল তাঁর জার্সিতে। সুপার কাপে শেষবার চ্যাম্পিয়ন করার পরে কার্লেস কুয়াদ্রাতকে বলা হচ্ছিল 'মেসিহা'। তবে দ্রুতই যে কলকাতা ছাড়তে হবে লাল-হলুদের স্প্যানিশ কোচকে ভাবা যায়নি!

Advertisment

সোমবার ইস্টবেঙ্গলের কোচের পদে ইস্তফা দেওয়া কার্যত যেন নিশ্চিত হয়ে গিয়েছিল গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে। আইএসএল-এর সূচনা হয়েছিল দুঃস্বপ্নের। বেঙ্গালুরু, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়ার সঙ্গে হারের হ্যাটট্রিক করতেই মুণ্ডুপাত শুরু হয়ে গিয়েছিল।

তারপরেই দিন গোনা শুরু হয়ে গিয়েছিল স্প্যানিশ কোচের। শেষমেশ সোমবার পদত্যাগ করে কলকাতা ছাড়ার ঘোষণা করে দিলেন কার্লেস কুয়াদ্রাত। এবার ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেটে বেশ সক্রিয় ছিল। ৫.৮ কোটি টাকা খরচ করে দিমিত্রি দায়মানতাকোস, মাদিহ তালাল এবং হেক্টর ইউৎসের সঙ্গেই দেশীয় রিক্রুট হিসাবে জিকসন সিং, আনোয়ার আলির মত তারকাদের ঘরে ভিড়িয়েছিলেন কার্লেস।

Advertisment

তবে এবারের ডুরান্ডে ভরাডুবির পর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২'ও হতাশাজনক পারফরম্যান্স সমর্থকদের ক্ষিপ্ত করে তুলেছিল। তারপর এবারের আইএসএল শুরুতে হারের হ্যাটট্রিক কুয়াদ্রাতের কোচিং মেয়াদ কমিয়ে এনেছিল।

এফসি গোয়ার কাছে গত সপ্তাহে হারের পরেই 'গো ব্যাক কার্লেস' ধ্বনি উঠে গিয়েছিল। তারপরেই কুয়াদ্রাতের এদিনের পদত্যাগ। স্প্যানিশ কোচ সরে দাঁড়ানোর পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বি দলের বিনো জর্জকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ক্লাবের তরফে বলা হয়েছে, নতুন কোচের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।

East Bengal Kolkata Football Indian Football East Bangal ISL East Bengal FC