East Bengal in ISL 2024: সুপার কাপ জয় সম্পন্ন। ১২ বছরের অভিশাপ কাটিয়ে ইস্টবেঙ্গল ফের সর্বভারতীয় কোনও টুর্নামেন্টে শিরোপা জিতেছে। তবে এর মধ্যেই আইএসএল-এ ভালো করতে মরিয়া লাল-হলুদ শিবির। দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো শেষ হতে বাকি মাত্র ৪৮ ঘন্টা। এর মধ্যেই ঢেলে দিল সাজাচ্ছে কার্লেস কুয়াদ্রাত ব্রিগেড।
মঙ্গলবারই বোরহা হেরেরা ইস্টবেঙ্গল থেকে লোনে যোগ দিলেন এফসি গোয়ায়। তাঁর জায়গায় শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল সই করাতে চলেছে ভিক্টর ভাজকুয়েজকে। শনিবার ডার্বি খেলতে নামছে ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগেই ভাজকুয়েজ কলকাতায় চলে আসতে পারেন। বলা হচ্ছে এরকমই।
স্প্যানিশ ফুটবলের বড় নাম ভিক্টর ভাজকুয়েজ। বার্সেলোনার সিনিয়র সমস্ত ধরনের যুব পর্যায় তো বটেই সিনিয়র পর্যায়েও খেলেছেন। এমনকি স্পেনের যুব দলের হয়েও নিয়মিত একটা সময় পর্যন্ত খেলেছেন তারকা এই মিডফিল্ডার।
কেরিয়ারের সেরা সময় কাটিয়েছেন বার্সেলোনাতেই। দুনিয়া বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উত্থান। ছোট থেকেই পাশে পেয়েছেন লিওনেল মেসি, সেস ফ্যাব্রেগাস, জাভি, ইনিয়েস্তাদের মত প্রবাদপ্রতিম।ফুটবলারদের সান্নিধ্য। বার্সেলোনায় মেসিদের সঙ্গেই গুরু হিসাবে পেয়েছেন কিংবদন্তি পেপ গুয়ার্দিওলাকে। বার্সার চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডেও ছিলেন ভিক্টর ভাজকুয়েজ।
১৪ বছর বার্সেলোনা সেট আপে থাকার পর ভিক্টর ২০১১-এ নাম লেখান বেলজিয়ান লিগের চ্যাম্পিয়ন ক্লাব ব্রাগ-এ। দলকে ইউরোপা লিগের কোয়ালিফাই করতেও সাহায্য করেন তিনি।
ইউরোপ ছাড়াও মেক্সিকোর ক্রুজ আজুল, মেজর লিগ সকারে টরন্টো এফসি, এলএ গ্যালাক্সির মত ক্লাবে যেমন খেলেছেন তেমন বেলজিয়ান লিগে ইউপেন, কাতারের স্টার্স লিগে আল আরবি এফসির জার্সি গায়ে চড়িয়েছেন।
আরও পড়ুন: দাউদাউ মশালে ছারখার ওড়িশা! এক্সট্রা টাইমের থ্রিলারে ১২ বছর পর শাপমুক্তি ইস্টবেঙ্গলে
বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই তারকা ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসাবে খেলতে পছন্দ করেন। মাঝমাঠে বল ডিস্ট্রিবিউশন হোক বা সতীর্থদের সঙ্গে লিঙ্ক আপ করে প্রতিপক্ষ অর্ধে খেলা ছড়িয়ে দেওয়ায় তাঁর জুড়ি মেলা ভার। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তো বটেই বেলজিয়ান প্রো লিগ, মেজর সকার কাপ জয়ী তারকার সঙ্গে পূর্ব পরিচয় রয়েছে ইস্টবেঙ্গলের সহকারী কোচ দিমাস দেলগাদোর। তিনি সম্ভবত তারকাকে ইস্টবেঙ্গলে আনতে ভূমিকা নিয়েছেন।
মাঝমাঠের প্লেয়ার হয়েও কেরিয়ারে ৪৮৭ ম্যাচ খেলে ৭০ গোল করেছেন। এতেই তাঁর স্কোরিং এবিলিটি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে ৩৭ বছরের তারকা বহুদিনই নিজের সেরা সময় পেরিয়ে এসেছেন। আইএসএল-এ তিনি ইস্টবেঙ্গলকে কতটা সাহায্য করতে পারবেন, সেটাই আপাতত দেখার।
এর আগে টটেনহ্যাম, জুভেন্টাস, বার্সেলোনা-বি দলে খেলা ইয়াগো ফালকাওয়ের দিকে হাত বাড়িয়েছিল ইস্টবেঙ্গল। তবে তাঁর চুক্তির বিষয়ে ইস্টবেঙ্গলের তরফে সরকারিভাবে কিছু জানা যায়নি। কলম্বিয়ান লিগে খেলার সময়েই ফালকাও চোটের কবলে পড়েছিলেন। নতুন করে পাওয়া চোট-ই শেষে ইস্টবেঙ্গলে নাম লেখানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াল কিনা, তা স্পষ্ট নয়।