/indian-express-bangla/media/media_files/2025/05/27/WhLz8Aaasr7Bvhzo5DZX.jpg)
নয়া মরশুমের দিকে তাকিয়ে রয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা
East Bengal FC: দল-বদলের বাজারে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করল ইস্টবেঙ্গল এফসি। ইতিপূর্বে তারা মুম্বই সিটি এফসি-র প্রাক্তন ফুটবলার বিপিন সিংকে সই করিয়েছে। শনিবার (৩১ মে) এই ট্রান্সফারে সিলমোহর পড়ে গেল। যদিও ক্লাবের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
East Bengal FC News: কোথাও যাচ্ছেন না এই তারকা ফুটবলার, স্বস্তিতে হাঁফ ছাড়লেন ইস্টবেঙ্গল সমর্থকরা
শনিবার মুম্বই সিটি এফসি তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওয় বিপিন সিংকে (Bipin Singh) বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। আর সেইসঙ্গে লাল-হলুদ জার্সিতে এই ভারতীয় উইং-হাফ কনফার্ম হয়ে গেলেন।
2️⃣9️⃣ 𝐅𝐎𝐑𝐄𝐕𝐄𝐑 🙌
— Mumbai City FC (@MumbaiCityFC) May 31, 2025
To honour his contributions and carrying forward his legacy, #MumbaiCity will retire his jersey number, "29", as a mark of respect for a true legend of the club 👏 #VivaBipinSingh#AamchiCity 🔵 pic.twitter.com/9G7hPqEj4O
প্রসঙ্গত, অনেকদিন ধরেই বিপিনের উপর নজর ছিল ইস্টবেঙ্গল এফসি-র। নতুন মরশুমে তারা একেবারে ঢেলে দল সাজাতে চায়। আর সেকারণেই বিপিনকে দলের নিয়েই যাবতীয় আক্রমণ শানাতে চেয়েছিল। সেই স্বপ্নই এবার পূরণ হতে চলেছে।
East Bengal: লাল-হলুদ সমর্থকদের জন্য বিরাট খবর! অস্কারকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ইস্টবেঙ্গল
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৮ সালে মুম্বই সিটি এফসি-তে (Mumbai City FC) যোগ দিয়েছিলেন বিপিন সিং। ইন্ডিয়ান সুপার লিগে সার্জিও লোবেরার দলের হয়ে লিগ শিল্ড জয়ের ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। এমনকী, মোহনবাগানের বিরুদ্ধেও তিনি দুর্ধর্ষ পারফরম্য়ান্স করেছিলেন। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ম্য়ানেজমেন্ট আশা করছে, আগামী মরশুমে লাল-হলুদের সাফল্য়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারবেন।
East Bengal New Footballer: বিরাট চমক ইস্টবেঙ্গলের, ৮ বিদেশি ফুটবলার সই করাচ্ছে লাল-হলুদ শিবির
অনেকে আবার প্রশ্নও তুলছেন
/indian-express-bangla/media/media_files/2025/05/31/1vriqYkACaNrSsLlHWus.jpg)
কিন্তু, সমস্যা একটা জায়গাতেই। কোথায় খেলানো হবে বাঁ-পায়ের এই উইং-হাফকে? কারণ ইস্টবেঙ্গল ব্রিগেডে এই একই জায়গায় আবার খেলেন পিভি বিষ্ণু এবং নাওরেম মহেশ সিং। পাশাাপাশি জাতীয় দলেও এখন বিপিনকে নিয়মিত দেখতে পাওয়া যায় না। এই পরিস্থিতিতে লাল-হলুদ সমর্থকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন, ৩০ বছর বয়সি এই ফুটবলারকে সই করিয়ে আদৌ ইস্টবেঙ্গল সাফল্যের মুখ দেখতে পাবে? সেটা তো আপাতত সময়ই বলতে পারবে।
নতুন মরশুমে (ISL 2025-26) সাফল্য দেখতে চান ইস্টবেঙ্গল সমর্থকরা। একই স্বপ্ন দলের ম্য়ানেজমেন্ট এবং অর্থ বিনিয়োগকারী সংস্থা ইমামিরও। কয়েকদিন আগেই ইমামি গোষ্ঠী এবং ক্লাব-কর্তাদের মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই দলগঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে দেবব্রত সরকার বলেছিলেন, ইমামি কর্তারা নাকি আশ্বাস দিয়েছেন যে ভাল ফুটবলার সই করানোর ক্ষেত্রে বাজেট কোনও বাধা হয়ে দাঁড়াবে না। এবার তো অপেক্ষা ছাড়া মশালবাহিনীর কাছে আর কোনও রাস্তা খোলা নেই।