Advertisment

ইস্ট-মোহনকে টেক্কা! মোরিনহোর চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ছাত্র এবার তোলপাড় ফেলতে ISL-এ

আইএসএল-এর অন্যতম সেরা ট্রান্সফার করে ফেলল জামশেদপুর এফসি

author-image
Subhasish Hazra
New Update
NULL

চলতি ট্রান্সফার সিজনের অন্যতম সেরা দলবদল করে ফেলল জামশেদপুর এফসি। ইন্টার মিলানে খেলে আসা সার্বিয়ান উইঙ্গার আলেন স্টেভানোভিচ এবার নাম লেখালেন জামশেদপুর এফসিতে। সুলে মুনতারি, এস্তেবান ক্যাম্বিয়াসো, রেনে ক্রিন, প্যাট্রিস ভিয়েরার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিরি-এ জায়ান্টদের জার্সিতে খেলেছেন। কিংবদন্তি হোসে মোরিনহোকে পেয়েছিলেন প্রশিক্ষক হিসাবে। সেই তারকাই এবার আইএসএল কাঁপাতে আসছেন।

Advertisment

জামশেদপুর এফসির সঙ্গে দু-বছরের চুক্তি করলেন সার্বিয়ান সুপারস্টার। ইন্টার মিলান ছাড়াও ইতালিয়ান লিগে তোরিনো, পালেরমো, বারি, স্পেজিয়ার হয়ে খেলেছেন। মেজর সকার লিগে টরেন্টোর হয়ে অংশ নিয়েছেন।

জামশেদপুর এবার স্কটল্যান্ডের স্কট কুপারকে হেড কোচ করেছে। জামশেদপুর এফসি এবার বেশ সমীহ জানানোর মত দল গড়েছে। ক্রোয়েশিয়ার পিটার স্লিসকোভিচ, ড্যানিয়েল চিমা জুটি বাঁধবেন। মাঝমাঠে থাকছেন জাপানি নির্ভরযোগ্য তারকা রেই তচিকাওয়া। তাঁদের সঙ্গেই এবার চতুর্থ বিদেশি হিসাবে যোগ দিচ্ছেন স্টেভানোভিচ।

ইন্টার মিলানের হয়ে স্বপ্নের মরশুমে সিরি সিরি-এ স্কুদেত্ত, কোপা ইতালিয়া, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রেবল জিতেছেন। সিরি-আ'র পাশাপাশি পালেরমোর হয়ে সিরি-বি খেতাব জেতার কীর্তিও রয়েছে তাঁর। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে একাধিকবার দেশের জার্সিতে খেলেছেন। সার্বিয়ান সুপার লিগ, সার্বিয়ান কাপ জিতেছেন পার্টিজান বেলগ্রেডের জার্সিতে।

সবমিলিয়ে, স্টেভানোভিচ যে জামশেদপুর এফসির হয়ে আইএসএল কাঁপাতে চলেছেন, বলাই বাহুল্য।

Indian Football ISL
Advertisment