Advertisment

হাবাস ফের মোহনবাগান সুপার জায়ান্টসে! বিরাট খবরে ISL কাঁপাল সবুজ মেরুন

হাবাসের প্রত্যাবর্তন ঘটল মোহনবাগান সুপার জায়ান্টসে

author-image
Subhasish Hazra
New Update
NULL

দু-বছর আগে আচমকা সবুজ-মেরুন সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আন্তোনিও লোপেজ হাবাসকে। পুরোনো সংসারে ফের প্রত্যাবর্তন ঘটল হাবাসের। তবে হেড কোচ নয়। বরং টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে নিজের পুরোনো ক্লাবে ফিরছেন আইএসএল-এর অন্যতম সফল কোচ। শুক্রবার দুপুরে বিশাল আপডেটে মোহনবাগান শিবির জানিয়ে দিল, হুয়ান ফার্নান্দোর সঙ্গেই মোহনবাগানে কাজ করবেন নতুন ভূমিকায়।

Advertisment

চলতি সপ্তাহেই হুয়ান ফেরান্দোর সঙ্গে আরও এক বছরের চুক্তি বর্ধিত করেছে মোহনবাগান। তারপর শুক্রবারের ঘোষণা অনেকটাই অপ্রত্যাশিত ছিল। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পরামর্শদাতা হিসাবে দলের স্ট্র্যাটেজি তৈরি থেকে টেকনিক্যাল বিভাগকে সাহায্য করবেন তিনি।

আরও পড়ুন: বায়ার্ন মিউনিখের বাঙালি তারকা এবার মোহনবাগান, দুর্দান্ত চুক্তিতে ISL মাতালো সবুজ মেরুন

শক্তিশালী সিনিয়র দল গড়া থেকে এবার মোহনবাগান যুব দলকেও দেশের সেরা করতে চাইছে। যুব এবং বয়সভিত্তিক ফুটবলকে সিনিয়র দলের সাপ্লাই লাইন হিসাবে ব্যবহার করার প্ল্যানিং রয়েছে সবুজ মেরুন শিবিরের। ডেভেলপমেন্ট দল কলকাতা লিগে খেলার জন্য প্রস্তুতি তৈরি করে দিয়েছে। মোহনবাগানের সমস্ত বয়সভিত্তিক দলকে পর্যবেক্ষণ করে সিনিয়র দলের জন্য রণকৌশল তৈরিতে ফেরান্দোকে সাহায্য করবেন তিনি।

এটিকে মোহনবাগানের মার্জারের পর আন্তোনিও লোপেজ হাবাসকেই হেড করে আইএসএল অভিযানে নেমেছিল কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। ২০২০-র ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অবশ্য নিজেদের খেতাব দখলে রাখতে পারেনি। মুম্বই সিটি এফসির কাছে রানার্স হয়ে মরশুম শেষ করে এটিকে মোহনবাগান। পরের সিজনে ফর্ম হারানো দল থেকে পদত্যাগ করে বসেন তিনি। তাঁর জায়গায় নাটকীয়ভাবে তৎকালীন এফসি গোয়া বস হুয়ান ফেরান্দোকে সই করায় এটিকে মোহনবাগান। কলকাতায় শেষবার কোচিং করিয়ে যাওয়ার পর ফাঁকাই ছিলেন স্প্যানিশ গুরু। অন্যদিকে ফার্নান্দো গতবার চ্যাম্পিয়ন করেছেন এটিকে-মোহনবাগানকে

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের সেরা তারকাকে বিরাট অফার মোহনবাগান-মুম্বইয়ের! ছেড়ে দেওয়ার সাহস কি দেখাবে লাল-হলুদ

উচ্ছ্বসিত আন্তোনিও হাবাস বলে দিয়েছেন, "কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আমাকে আবার কলকাতায় কাজ করার জন্য নির্বাচিত করেছেন। এটা ভেবে আমি বেশ সম্মানিত। কোচিং কেরিয়ারের সেরা সময় কলকাতায় কেটেছে। এখানকার ফুটবল সমর্থকরা যেভাবে আমাকে ভালবেসেছেন, তা ভোলার নয়। এবার মোহনবাগানের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে যোগ দিচ্ছি। মোহনবাগানের ফুটবল স্ট্র্যাটেজির উন্নতির জন্য ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল স্টাফদের সঙ্গে কাজ করব।"

ইস্টবেঙ্গলে স্টিফেন কনস্টানটাইনের বিদায়ের পর হাবাস একসময় হট ফেভারিট ছিলেন পরবর্তী কোচ হওয়ার দৌড়ে। সের্জিও লোবেরা-কাণ্ডের পরে হাবাসকেই চাওয়া হয়েছিল লাল-হলুদের বস হিসাবে। পরে যদিও সেই দৌড়ে পিছিয়ে পড়েন কার্লেস কুয়াদ্রাত রাজি হয়ে যাওয়ায়।

ইস্টবেঙ্গলে ব্রাত্য সেই স্প্যানিশ মহাগুরুই ফের ফিরছেন পুরোনো সংসারে নতুন ভূমিকায়।

atk-mohun-bagan Mohunbagan Mohun Bagan Super Giants Mohun Bagan Indian Football Kolkata Football ISL
Advertisment