মোহনবাগানের হয়ে খেলেছেন। এটিকের হয়েও খেলেছেন। মার্জারের পর টানা চার বছর সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়েছেন। মোহনবাগানের হয়ে আইলিগ, এটিকের হয়ে আইএসএল এবং এটিকে-মোহনবাগানের জার্সিতেও চ্যাম্পিয়ন হয়েছেন আইএসএল-এ। গত সিজনে আইএসএল জয়ী সেই ক্যাপ্টেন প্রীতম কোটালকেই এবার সোয়াপ ডিলে ছেড়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। সাহাল আব্দুল সামাদের সঙ্গে সোয়াপ ডিলে প্রীতম কোটালকে কেরালা ব্লাস্টার্সে পাঠিয়ে দিল সবুজ মেরুন শিবির।
গত কয়েক সপ্তাহ ধরেই মোহনবাগান কেরালার কাছে বারবার প্রস্তাব নিয়ে হাজির হয়েছে সাহালের সঙ্গে। একদম প্রাথমিকভাবে হরমিপন রুইভার সঙ্গে প্রীতম কোটালের সোয়াপ ডিল চেয়েছিল মোহনবাগান। সেই ডিল বাস্তবায়িত হয়নি। শেষমেশ প্রীতম কোটালের সঙ্গে সামাদের সোয়াপ ডিলে রাজি হয়ে গেল কেরালা।
আরও পড়ুন: ডার্বি জয় ছাড়া কিছুই ভাবছি না! বিয়ের পরেই বাগান চুক্তি করে হুঙ্কার সাহালের
ক্লাবের তরফে জানানো হয়েছে, সাহাল এবার মোহনবাগানে এবং প্রীতম কেরালার জার্সি গায়ে চাপাবেন। সেই সঙ্গে বড়সড় আর্থিক দাবিও মেটাতে হয়েছে বাগান শিবিরকে। সেই অঙ্ক দুই ক্লাবের তরফেই জানানো না হলেও বলা হচ্ছে সাহালকে বাগানে আনার জন্য বেশ কয়েক কোটি দিতে হয়েছে।