Advertisment

বিদেশের এই ক্লাবে সই করছেন কৃষ্ণ! ভারতকে বিদায় বাগানের একদা হার্টথ্রবের

ভারতে আর খেলতে দেখা যাবে না রয় কৃষ্ণকে

author-image
Subhasish Hazra
New Update
NULL

৪৮ ঘন্টা আগেই বেঙ্গালুরু এফসি ঘোষণা করেছিল রয় কৃষ্ণকে ছেড়ে দেওয়ার কথা। আর এর মধ্যেই চূড়ান্ত হয়ে গেল কলকাতা কাঁপিয়ে যাওয়া তারকার পরবর্তী গন্তব্য। জানা যাচ্ছে, রয় কৃষ্ণকে আপাতত আর ভারতে খেলতে দেখা যাবে না। তিনি ফিরে যাচ্ছেন নিজের এ লিগে নিজের পুরোনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্স-এ।

Advertisment

২০১৯-এ আইএসএল-এ এটিকের জার্সি চাপানোর আগে রয় কৃষ্ণ টানা পাঁচ বছর এ লিগ কাঁপিয়েছিলেন ওয়েলিংটন ফিনিক্স-এর হয়ে। নিউজিল্যান্ডের ক্লাবটির ইতিহাসে সর্বাধিক গোলস্কোরারও তিনি। ১২২ ম্যাচে ৫১ গোল করেছিলেন তিনি ফিনিক্সের হয়ে।

নিজের পুরোনো সেই সংসারেই ফিরে যাচ্ছেন তিনি। তুখোড় ফর্মে রাজত্ব করেছেন আইএসএল-এ। বাগানের জার্সিতে একের পর এক ম্যাচে ফুল ফুটিয়েছিলেন। তবে ২০২১/২২ মরশুমে বাগানে অনেকটাই নিষ্প্রভ ছিলেন তিনি। তাই হুয়ান ফেরান্দো বাগান জনতার ডার্লিংকে ছেড়ে দিয়েছিলেন। ভাবা হয়েছিল বেঙ্গালুরু এফসিতে সুনীল ছেত্রীর সঙ্গে জুটিতে নিজের হারানো ফর্ম ফিরে পাওয়ার সঙ্গেই প্রতিপক্ষের ডিফেন্সে ভাঙচুর চালাবেন। অনেক আশা জাগিয়ে গত মরশুমের শুরুতে এটিকে মোহনবাগান থেকে পাড়ি দিয়েছিলেন বেঙ্গালুরু এফসিতে।

আরও পড়ুন: লোবেরার ইশারায় মুম্বই ছাড়লেন জোড়া ISL চ্যাম্পিয়ন বিদেশি! যোগ দিচ্ছেন ওড়িশায়

সুনীল-কৃষ্ণের ডেডলি কম্বিনেশন সেভাবে জ্বলে ওঠেনি। প্ৰথম দিকে বেঙ্গালুরুর জার্সিতে টানা ব্যর্থ হয়েছেন সুনীল-কৃষ্ণ জুটি। একের পর এক হারে প্লে অফে ওঠা নিয়েই একসময় সংশয় তৈরি হয়েছিল। তবে শেষমেশ বেঙ্গালুরুতে নতুন তারকা হিসাবে উদয় হয়েছেন শিবশক্তি নারায়ণ। আইএসএল-এর লাস্ট ল্যাপে বেঙ্গালুরু কোনওরকমে প্লে অফ নিশ্চিত করে।

সবমিলিয়ে, কৃষ্ণকে নিয়ে প্রত্যাশার যে হাইপ উঠেছিল, তার বিন্দুমাত্রও পূরণ করতে পারেননি এ লিগ কাঁপিয়ে আসা একসময়ের তারকা। ব্লুজদের হয়ে ৩২ ম্যাচে মাত্র ১০ গোল করেছেন। বেঙ্গালুরু নতুন সিজনে ঢেলে সাজাতে চাইছে স্কোয়াড। তাই কোচ সাইমন গ্রেসন বিদায় জানিয়ে দেন রয় কৃষ্ণকে।

ভবিষ্যতে ভারতের কোনও ক্লাবের জার্সিতে দেখা যাবে বাগানের একদা হার্টথ্রবকে? সময়ই উত্তর দেবে।

Mohunbagan Kolkata Football Indian Football Mohun Bagan ISL atk-mohun-bagan Mohun Bagan Super Giants
Advertisment