২.৫ কোটি টাকা ট্রান্সফার ফি! দেশের সেরা তারকার জন্য আবারও টাকার ঝাঁপি বাগানের

জাতীয় দলটাই এবার উঠে আসতে চলেছে সবুজ মেরুন সংসারে

জাতীয় দলটাই এবার উঠে আসতে চলেছে সবুজ মেরুন সংসারে

author-image
Subhasish Hazra
New Update
NULL

বার্সেলোনার সেই অপ্রতিরোধ্য দলের কথা মনে করিয়ে দিতে চাইছে মোহনবাগান। কিংবা বায়ার্ন মিউনিখের সেই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ স্কোয়াড। পুরো জাতীয় দলটাই যেখানে উঠে এসেছিল ক্লাবে। সেই পথেই হাঁটছে এবার মোহনবাগান। একের পর এক জাতীয় দলের তারকার ঠিকানা এবার মোহনবাগান সুপার জায়ান্ট।

Advertisment

আর এই তালিকায় নবতম সংযোজন সাহাল আবদুল সামাদ। সামাদের জন্য সৌদি প্রো লিগের বেশ কয়েকটা ক্লাবের তরফে প্রাথমিকভাবে খোঁজ খবর নেওয়া হয়েছিল এজেন্টের মাধ্যমে। তবে সামাদের সৌদি লিগে যাত্রা সম্ভবত হচ্ছে না।

বরং কেরালা ব্লাস্টার্স সুপারস্টার এবার নাম লেখাতে পারেন মোহনবাগান সুপার জায়ান্টে। প্রীতম কোটাল, মনবীর সিং, আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসো, আশিস রাই, দীপক টাংরির পর জাতীয় দলের অনিরুদ্ধ থাপা, আনোয়ার আলির গন্তব্য হয়েছে মোহনবাগান। এবার সাহালও হয়ত সবুজ মেরুন সংসারে।

Advertisment

এর আগে দু পর্যায়ে মোহনবাগান কেরালা ব্লাস্টার্স তারকার জন্য ঝাঁপিয়েছিল। তবে সেই ডিল হয়নি। এবার প্রীতম কোটালের সঙ্গে সোয়াপ ডিলের সঙ্গেই কেরালা ব্লাস্টার্স সাহালের জন্য দর হেঁকেছে ২.৫ কোটি টাকা। মোহনবাগান রাজিও। অবস্থার বিশাল কোনও বদল না ঘটলে এবার সাহাল মোহনবাগানেই নাম লেখাচ্ছেন।

অনিরুদ্ধ থাপা, গ্লেন মার্টিন্স, হুগো বুমোস, কার্ল ম্যাকহিউ, পুইতিয়া, হামতে, দীপক টাংরিদের সঙ্গে সেরা মিডফিল্ডার বাসিন্দা হবেন সাহাল।

Mohunbagan Kolkata Football Indian Football ATK Mohun Bagan ISL 2018 ISL atk-mohun-bagan Mohun Bagan Super Giants