ইস্টবেঙ্গল গত কয়েকদিন ধরেই শিরোনামে ছিল একের পর এক দেশি বিদেশি চূড়ান্ত করার ক্ষেত্রে। নন্দকুমার, এডুইন ভান্সপালদের মত গত সিজনে সাড়া ফেলে দেওয়া তারকাদের যেমন নিয়েছে ইস্টবেঙ্গল, তেমন বোরহা হেরেরা, জেভিয়ের সিভেরিও, সাউল ক্রেসপোও চূড়ান্ত।
অন্যদিকে, ইস্টবেঙ্গলের মত খোলনলচে দল দল বদলানোর ব্যাপার নেই। গত সিজনের দলকেই আপগ্রেড করছেন কোচ হুয়ান ফেরান্দো। গোটা আইএসএল জুড়েই পজিটিভ স্ট্রাইকার ছাড়াই খেলেছিলেন স্প্যানিশ কোচ। ট্রফিও জিতেছেন। এবার অবশ্য বক্স স্ট্রাইকার নিতে চলেছেন তিনি। জেসন কামিন্স প্রায় চূড়ান্ত। গত শনিবার শেষবার এ লিগে খেলেছিলেন কামিন্স। এ লিগের যে ম্যাচ জিতে সিজন ফিনিশ করেছে কামিন্সের দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্স।
আরও পড়ুন: KKR-এর নামে সরাসরি নালিশ CAB-কে! লাল-হলুদের বিষ্ফোরক চিঠির পক্ষেই সওয়াল মোহনবাগানের
গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলা সুপারস্টার আইএসএল-এর ইতিহাসে তৃতীয় সর্বাধিক বেতন প্রাপ্ত ফুটবলার হতে চলেছেন। স্কটিশ সান-এর প্রতিবেদন অনুযায়ী, এটিকে মোহনবাগানে কামিন্সের সাপ্তাহিক বেতন হতে চলেছে ৯৫০০ পাউন্ড।
তবে কামিন্স নন, রবিবার বাগান শিবিরে চূড়ান্ত হয়ে গেল আকাশ মিশ্রের নাম। হায়দরাবাদ এফসির জার্সিতে গত আইএসএল-এ লেফট ব্যাক হিসাবে ফুল ফুটিয়েছিলেন তিনি। ওভারল্যাপ করে ফরোয়ার্ডদের লক্ষ্য করে নিখুঁত ক্রস বাড়াতে পারেন। সেই সঙ্গে ওভারল্যাপ করে প্রতিপক্ষ বক্সেও হানা দিতে পারেন তিনি।
আরও পড়ুন: চুক্তি রয়েছে, তবু তারকা বিদেশিকে বাতিল করতে চাইছে ইস্টবেঙ্গল! তুঙ্গে দর কষাকষি
ফেরান্দো দলের জন্য এমন-ই একজন আক্রমণাত্মক লেফটব্যাক খুঁজছিলেন। অবশেষে আকাশ মিশ্রকে সই করাতে পারল বাগান শিবির। আকাশের আত্মপ্রকাশ ইন্ডিয়ান এরোজের হয়ে। ২০২০/২১ সিজনে আকাশ সই করেন আইএসএল দল হায়দরাবাদ এফসির হয়ে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই সিজনেই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। অভিষেক মরশুমেই নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন উত্তরপ্রদেশ থেকে উঠে আসা এই যুব প্রতিভা। ৮০ টা নিখুঁত ট্যাকেল, ৫৫ টা ইন্টারসেপশন, ৪৮ টা ক্লিয়ারেন্স, ৩৭ টি ব্লক।
শুরুর সিজনেই অতিমানবিক পারফরম্যান্স করে গিয়েছিলেন আকাশ। তারপর গত তিন সিজনে ৬২ ম্যাচ খেলে ফেলেছেন উদীয়মান এই প্রতিভা। গত বছরই হায়দরাবাদের সঙ্গে তিন বছরের চুক্তি বাড়িয়েছিল নিজামের শহর। তবে দ্য ব্রিজ-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ৩ কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে আকাশকে সবুজ মেরুন শিবিরে নাম লেখানো হল।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন ক্লাব ছাড়লেন দেশের সেরা উঠতি প্রতিভা, এবার গন্তব্য ইস্টবেঙ্গল
মানোলো মার্কুয়েজের প্ৰথম একাদশে আকাশ মিশ্র নিয়মিত ছিলেন। এটিকে মোহনবাগানে প্ৰথম একাদশে জায়গা পাওয়ার জন্য আকাশকে লড়তে হবে শুভাশিসের সঙ্গে। জাতীয় দলের নির্ভরযোগ্য বঙ্গসন্তানের গাইডেন্সে আকাশ যে কেরিয়ারে আরও উন্নতি করতে চলেছেন, তা একপ্রকার নিশ্চিত।