আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার এবার ISL-এ! ইস্ট-মোহনকে পাল্লা দিয়ে বিরাট ঘোষণা এই ফ্র্যাঞ্চাইজির

আইএসএল-এ এবার তারকার ছড়াছড়ি

আইএসএল-এ এবার তারকার ছড়াছড়ি

author-image
Subhasish Hazra
New Update
NULL

আতলেতিকো মাদ্রিদের তারকা এবার নাম লেখালেন আইএসএল-এ। চলতি আইএসএল-এ জেসন কামিন্স, আর্মান্দো সাদিকু, মান-এর মত তারকা যোগ দিয়েছেন চলতি ট্রান্সফার সিজনে। এবার হেভিওয়েট বিদেশিদের তালিকায় নাম লেখালেন মাইকেল জাবোকো। স্প্যানিশ সেন্টার-ব্যাককে সই করাল নর্থ ইস্ট ইউনাইটেড।

Advertisment

আতলেতিকো মাদ্রিদের যুব থেকে উত্থানের পর বিখ্যাত স্প্যানিশ ক্লাবের বি এবং সি দলে খেলেছেন চুটিয়ে। টানা পাঁচ বছর আতলেতিকোয় কাটানোর পর জাবোকো আলমেইরার মত ক্লাবেও খেলেন। লা লিগা, কোপা দেল রে-র পাশাপাশি স্প্যানিশ লিগের দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশনে চুটিয়ে খেলেছেন। আলমেইরার রিজার্ভ স্কোয়াডের পাশাপাশি কালচারাল লিওনেসা, কার্তাহেনা, পনফেরান্দিনা, লগ্রনেস, বুরহোস-এর মত দলে খেলেছেন।

এই প্ৰথমবার স্পেনের বাইরে কোনও লিগে নাম লেখালেন তিনি। ৩৪ বছরের তারকা নর্থ ইস্ট ইউনাইটেডে সই করে বলে দিলেন, "এই দেশ, আইএসএল, প্লেয়ার, স্টেডিয়াম, কোচেদের বিষয়ে অনেক সদর্থক কথাবার্তা শুনেছি। নর্থ ইস্ট ইউনাইটেডের দুর্ধর্ষ প্রোজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। নতুন ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফ দলে যোগ দিয়েছে। নতুন মরশুম দুর্দান্ত কাটতে চলেছে আমাদের কাছে।"

Advertisment

নর্থ ইস্ট ইউনাইটেড এবার কোচ করে এনেছে স্প্যানিশ হুয়ান পেদ্রো বেনালিকে। ফ্রান্সের রোমান ফিলিপতে, ব্রাজিলের ইবসন মেলোর সঙ্গে তৃতীয় বিদেশি হিসাবে যোগ দিতে চলেছেন জাবোকো।

Indian Football ISL