বাঙালিকে গর্বিত করেছিলেন বায়ার্ন মিউনিখ বিশ্ব একাদশে সুযোগ পেয়ে। সালকিয়ার বঙ্গসন্তান সেই শুভ পালকে আসন্ন সিজনে সবুজ মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে।
১৯ বছরের তারকা গত সিজনে খেলেছিলেন সুদেবা এফসির হয়ে। আইলিগে খেলা বাঙালি স্ট্রাইকারকেই এবার সই করিয়ে চমকে দিল ফেরান্দোর বাগান। চলতি ট্রান্সফার সিজন মাতিয়ে দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস। পুরো দল খোলনলচে বদলাচ্ছে সবুজ মেরুন শিবির। জনি কাউকো, হুগো বুমোস, স্লাভকো দামজানোভিচ, তিরির মত চার বিদেশিকে ছেড়ে দিচ্ছে বাগান। গত সিজন থেকে ধরে রাখা হয়েছে দুই অস্ট্রেলীয় তারকাকে। দিমিত্রি পেত্রাতোস এবং ব্রেন্ডন হ্যামিলকে রিটেন করা হচ্ছে। সেই সঙ্গে সেরার সেরা চুক্তিতে আইএসএল চ্যাম্পিয়নরা সই করাচ্ছে বিশ্বকাপে খেলা অজি লিগের সেরা স্ট্রাইকার জেসন কামিন্সকে। বাকি বিদেশি পজিশনের জন্য একাধিক তারকার সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের সেরা তারকাকে বিরাট অফার মোহনবাগান-মুম্বইয়ের! ছেড়ে দেওয়ার সাহস কি দেখাবে লাল-হলুদ
দেশীয় ফুটবলার চয়নের ক্ষেত্রেও বাকি দলগুলোকে গোল দিয়ে চলেছে সবুজ মেরুন শিবির। চলতি দলবদলের বাজারে সবথেকে বেশি অর্থ খরচ করে বাগান তুলে নিয়েছে চেন্নাইয়িন এফসির অনিরুদ্ধ থাপাকে। আনোয়ার আলি, হরমিপাম রুইভার মত যুব দুই ডিফেন্ডারকে সই করিয়ে রক্ষণভাগ শক্তিশালী করেছে। প্রীতম কোটাল, শুভাশিস বোসের মত দীর্ঘদিনের যোদ্ধাদের ছেড়ে দেওয়া হতে পারে। প্রীতম কোটালকে সোয়াপ ডিলে কেরালায় পাঠিয়ে দেওয়া হতে পারে। শুভাশিস বোসের জায়গা পাওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে।
এমন অবস্থায় মোহনবাগান সই করালো শুভ পালকে। নিয়মিত হয়ত এখনই সুযোগ জুটবে না। তবে কিয়ান নাসিরির মত ভবিষ্যতের প্রসপেক্ট ভাবা হচ্ছে শুভকে।
আরও পড়ুন: হাবাস ফের মোহনবাগান সুপার জায়ান্টসে! বিরাট খবরে ISL কাঁপাল সবুজ মেরুন
প্ৰথমে বেঙ্গল ফুটবল একাডেমি, তারপর সুদেবার একাডেমিতে যুব স্তরে উত্থান শুভ পালের। সুদেবার একাডেমির হয়ে যুবদের আইলিগে নজরকাড়ার পর সরাসরি সুদেবার সিনিয়র দলে সুযোগ পেয়ে যান।
তবে শুভর কেরিয়ারে উজ্জ্বলতম দিক বায়ার্ন মিউনিখ বিশ্ব একাদশের হয়ে সুযোগ পাওয়া। বাভারিয়ান্সরা ২০২১-এ ১৫ টি আলাদা আলাদা দেশ থেকে ১৫জন উঠতি প্রতিভাকে স্পট করে। নির্বাচিত যুবরা বায়ার্নের যুব দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ পাবেন। সেই স্কোয়াডেই রয়েছেন বাংলার শুভ। বুন্দেশলিগা জায়ান্টদের সঙ্গেই এবার সবুজ মেরুন জার্সি চাপাবেন শুভ পাল।