Advertisment

বেলজিয়ামে খেলা ইন্ডিয়ার সুপারস্টার এবার ISL! ইউরোপ ছেড়ে খেলতে চান ভারতীয় জাতীয় দলে

চলতি আইএসএল-এ বড়সড় সই করতে চলেছে কেরালা ব্লাস্টার্স

author-image
Subhasish Hazra
New Update
NULL

আর্থিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে কেরালা ব্লাস্টার্স। এর মধ্যে বেশ সাড়া জাগানো সই করতে চলেছে ইয়োলো ব্রিগেড। বেলজিয়ান লিগে খেলা তারকা ভারতীয় ত্রিমান রণভীরকে এবার খেলতে দেখা যেতে পারে কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে।

Advertisment

বেলজিয়ামের হ্যাসেলত-এ জন্ম। প্রবাসী ভারতীয় দম্পতির সন্তান। যুব পর্যায়ে ফুটবলে হাতেখতি হয়েছিল এগারো বছর বয়সে। ২০১৫-য় বেলজিয়ান ক্লাব এসকে ক্যাম্পেলারের হয়ে খেলেন। ২০১৯-এ রণবীর বেলজিয়ান লিগের দ্বিতীয় ডিভিশনের ক্লাব রয়াল ইউনিয়ন তুবিজে ব্রাইনে সই করেন। এরপরে এক বছরের চুক্তিতে বেলজিয়ামের নামি ক্লাব লন্ডারজিল এফকে-র অনুর্দ্ধ-১৯ স্কোয়াডে খেলার সুযোগ পেয়ে যান। টানা তিনটে সিজনে নজরকাড়া পারফর্ম করার পর আমস্টারডাম-এ ভিআরএস একাডেমিতে নাম লেখান। সেখানে রণবীরের পারফরম্যান্স দেখে ডাচ লিগের হিলভারসামে যোগ দেন গত বছর। হিমসকর্ক কাপে দলের হয়ে ফ্লুমিনেসের বিপক্ষে ফাইনালেও খেলেন। খেলেছেন ফিনল্যান্ডের ক্লাব পরি আকাটমিয়া, মুসান সালামার হয়েও।

ঠিক যখন মনে হচ্ছিল রণবীরের ফুটবল কেরিয়ার দারুণভাবে ডানা মেলছে, সেই সময়েই অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। বেলজিয়ান নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করে বসেন।

ভারতে চলে এসে ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিমান তারকার মর্যাদা পাওয়া রণবীর যোগ দেন মিনার্ভা পাঞ্জাবের হয়ে। গত বছর কেরালা ব্লাস্টার্সের তরফে ট্রায়ালে ডাক পেয়েছিলেন। তবে সেই অফার প্রত্যাখ্যান করেছিলেন। এবার সেই কেরালা ব্লাস্টার্সের জার্সিতেই আইএসএল খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে তাঁর।

আইডল মানেন সুনীল ছেত্রী, মনবীর সিংকে। সেই সুনীল-মনবীরদের বিপক্ষেই দেখা যাবে এবার রণবীরকে। ভারতীয় বংশোদ্ভূত হিসাবে এর আগে কেরালা ব্লাস্টার্সের জার্সিতেই আইএসএল খেলে গিয়েছিলেন মাইকেল চোপড়া। তাঁর-ই পদাঙ্ক অনুসরণ করলেন ত্রিমান।

kerala Indian Football ISL belgium
Advertisment