/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/roy-krishna.jpg)
অনেক আশা জাগিয়ে গত মরশুমের শুরুতে এটিকে মোহনবাগান থেকে পাড়ি দিয়েছিলেন বেঙ্গালুরু এফসিতে। তবে মাত্র এক মরশুম খেলার পরেই বেঙ্গালুরুতে অতীত হয়ে গেলেন কলকাতায় খেলে যাওয়া ফিজিয়ান সুপারস্টার। সোমবার বড়সড় ঘোষণায় বেঙ্গালুরু এফসি জানিয়ে দিল, রয় কৃষ্ণকে আর রাখা হবে না আগামী মরশুমে।
তুখোড় ফর্মে রাজত্ব করেছেন আইএসএল-এ। বাগানের জার্সিতে একের পর এক ম্যাচে ফুল ফুটিয়েছিলেন। তবে ২০২১/২২ মরশুমে বাগানে অনেকটাই নিষ্প্রভ ছিলেন তিনি। তাই হুয়ান ফেরান্দো বাগান জনতার ডার্লিংকে ছেড়ে দিয়েছিলেন। ভাবা হয়েছিল বেঙ্গালুরু এফসিতে সুনীল ছেত্রীর সঙ্গে জুটিতে নিজের হারানো ফর্ম ফিরে পাওয়ার সঙ্গেই প্রতিপক্ষের ডিফেন্সে ভাঙচুর চালাবেন।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের অফার প্রত্যাখ্যান, চ্যাম্পিয়ন তারকা যোগ দিচ্ছেন গুরু লোবেরার ওড়িশায়
সুনীল-কৃষ্ণের ডেডলি কম্বিনেশন সেভাবে জ্বলে ওঠেনি। প্ৰথম দিকে বেঙ্গালুরুর জার্সিতে টানা ব্যর্থ হয়েছেন সুনীল-কৃষ্ণ জুটি। একের পর এক হারে প্লে অফে ওঠা নিয়েই একসময় সংশয় তৈরি হয়েছিল। তবে শেষমেশ বেঙ্গালুরুতে নতুন তারকা হিসাবে উদয় হয়েছেন শিবশক্তি নারায়ণ। আইএসএল-এর লাস্ট ল্যাপে বেঙ্গালুরু কোনওরকমে প্লে অফ নিশ্চিত করে।
To the warriors they were! ⚔️
Midfielder Bruno Ramires and striker @RoyKrishna21 will leave the club this summer. The BFC family thanks them for their services, and wishes them the best for the future. Go well, lads!⚡#WeAreBFC#ThankYouBruno#ThankYouKrishnapic.twitter.com/zhf86xQD4f— Bengaluru FC (@bengalurufc) May 28, 2023
সবমিলিয়ে, কৃষ্ণকে নিয়ে প্রত্যাশার যে হাইপ উঠেছিল, তার বিন্দুমাত্রও পূরণ করতে পারেননি এ লিগ কাঁপিয়ে আসা একসময়ের তারকা। ব্লুজদের হয়ে ৩২ ম্যাচে মাত্র ১০ গোল করেছেন। বেঙ্গালুরু নতুন সিজনে ঢেলে সাজাতে চাইছে স্কোয়াড। তাই কোচ সাইমন গ্রেসন বিদায় জানিয়ে দিলেন রয় কৃষ্ণকে। ফিজিয়ান তারকা শেষমেশ আইএসএল-এ অন্য দল পাবেন, নাকি ভারত ছাড়তে হবে, তা নিশ্চিত হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই।
আরও পড়ুন: ১১ ফুটবলার একসঙ্গে বাতিল ওড়িশায়! পুরোনো স্কোয়াডের কোনও চিহ্নই রাখছেন না লোবেরা
সেই সঙ্গে বেঙ্গালুরু এফসি ছেড়ে দিল তাঁদের তারকা সেন্টার ব্যাক ব্রুনো রামিরেজকে। গ্রেসনের একাদশে নিয়মিত সুযোগ পেতেন ব্রাজিলিয়ান তারকা। এটিকে মোহনবাগান ছেড়ে যাওয়া অন্য তারকা সন্দেশ জিংঘানের সঙ্গেও পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। সুপার কাপ এবং আইএসএল-এ দলকে প্লে অফে তুলতে ব্রুনো রামিরেজের ভূমিকা অনস্বীকার্য।
দুই তারকাকে সরিয়ে বেঙ্গালুরু আপফ্রন্টে এবং ডিপ ডিফেন্সে কোন বিদেশিদের নিয়ে আসে, সেটাই আপাতত দেখার।