বড়সড় ঘোষণা করে ফেলল বেঙ্গালুরু এফসি। চলতি ট্রান্সফার সিজনে মোহনবাগান থেকে সার্বিয়ান সেন্টার ব্যাক স্লাভকো দামজানোভিচকে সই করিয়েছিল নীল জার্সি। এবার রক্ষণে স্লাভকোর পার্টনারও চূড়ান্ত করে ফেলল বেঙ্গালুরু। ২৬ বছরের ডাচ সেন্টার ব্যাক কেজিয়া ভিনডর্পকে দু বছরের জন্য নিল সুনীল ছেত্রীর দল।
নেদারল্যান্ডসের যুব পর্যায়ে নিয়মিত খেলেছেন। অনুর্দ্ধ-১৩, ১৫, ১৭ সমস্ত দলেই খেলেছেন তিনি। ২০১৪-য় যুব ইউরো কাপে অরেঞ্জ বাহিনীর ক্যাপ্টেনও ছিলেন ভিনডর্প। সেই ইউরোয় রানার্স হয় নেদারল্যান্ডস। ভিনডর্পের নেতৃত্বে। এমন তারকাকেই এবার সই করিয়ে ফেলল বেঙ্গালুরু এফসি।
নেদারল্যান্ডসের শীর্ষ লিগ এরডিভিসে এফসি এম্মেন-এর হয়ে খেলেছিলেন গত সিজনে। এম্মেনের হয়ে টানা পাঁচ সিজনে খেলেছেন ১৭৪ ম্যাচ। ২০১৮-য় স্পার্টা রটারদাম-কে প্লে অফে হারিয়ে এরিডিভিসে খেলার সুযোগ পায় এম্মেন। চ্যাম্পিয়নশিপ থেকে ক্লাবকে শীর্ষ পর্যায়ের লিগে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভিনডর্প। টানা তিন সিজনে শীর্ষ লিগে খেলার পর ফের একবার অবনমনের শিকার হয়েছিল এম্মেন। তবে গত সিজনে ফের টপ ফ্লাইটে প্রমোশন আদায় করে নেয় এম্মেন।
আরও পড়ুন: বাগানকে ফের ডোবাতে চলেছেন এই বিদেশি! ফের মাথায় হাত ফেরান্দোর
চলতি ট্রান্সফার সিজনে গতবারের আইএসএল ফাইনালিস্টরা ভালোমত দল গুছিয়ে নিচ্ছে। সাইমন গ্রেসনের দলে স্লাভকো ছাড়াও যোগ দিয়েছেন রায়ান উইলিয়ামস, কার্টিস মেইন। ভিনডর্প-এর মানের ফুটবলার যে আইএসএল-এর আকর্ষণ আরও বাড়াতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।