Advertisment

কৃষ্ণের জায়গায় ইংল্যান্ডের গোলমেশিন এবার বেঙ্গালুরুতে! ছেত্রী-নারায়ণের সঙ্গে কাঁপাবেন ISL

বিষ্ফোরক গোল স্কোরারকে সই করিয়ে ঝড় তুলল বেঙ্গালুরু এফসি

author-image
Subhasish Hazra
New Update
NULL

মোহনবাগান থেকে বিদায়ের পর অনেক আশা জাগিয়ে রয় কৃষ্ণকে সই করিয়েছিল বেঙ্গালুরু। ভাবা হয়েছিল সুনীল ছেত্রীর সঙ্গে জুটিতে গোলের ঝড় তুলবেন ফিজিয়ান সুপারস্টার। তবে বেঙ্গালুরুতে খাপ খুলতে পারেননি। গোটা সিজন জুড়েই নিষ্প্রভ থেকেছেন। মরশুম শেষের পর রয় কৃষ্ণ এবার সই করেছেন সের্জিও লোবেরার ওড়িশা এফসিতে।

Advertisment

আর রয় কৃষ্ণের বদলি হিসাবে বেঙ্গালুরু এফসি এবার সই করিয়ে ফেলল ইংল্যান্ডের ফুটবলের নামি মুখ কার্টিস মেইনকে। এক বছরের চুক্তিতে সই করানো হল। আগামী সিজনে আরও এক বছর চুক্তি বাড়ানোর ক্লজও রয়েছে।

৩১ বছরের তারকা স্ট্রাইকারের উত্থান ডার্লিংটন একাডেমি থেকে। নজরকাড়া উত্থানে মাত্র ১৭ বছরেই স্কটিশ প্রিমিয়ারশিপের লিগ ২-এর ডার্লিংটনের সিনিয়র স্কোয়াডে সুযোগ পেয়ে যান। ডার্লিংটনে টানা চার বছর খেলার পর চ্যাম্পিয়নশিপের বিখ্যাত ক্লাব মিডলসবরোতে খেলেন তিন বছর। তবে নিজের জাত চেনান ডনকাস্টার রোভার্সের হয়ে। ডনকাস্টারের হয়ে প্ৰথম সিজনেই ৮ গোল করার হৈচৈ ফেলে দিয়েছিলেন। এরপরে দীর্ঘ কেরিয়ারে মাদারওয়েল, পোর্টসমাউথ, শ্রেউসবেরি, মাদারওয়েল, আবেরদিনের মত স্কটিশ লিগের একের পর এক সেরা ক্লাবে খেলেছেন।

বেঙ্গালুরুতে তিনি আসছেন সেন্ট মিরেন-এ দুর্ধর্ষ ফর্মে থেকে। গত সিজনে ৯ গোলের পাশাপাশি ৬টা এসিস্ট করেছিলেন। ফুলহ্যাম, বেরি এফসিতে ট্রায়ালে গিয়েছিলেন। যদিও জটিলতায় আর ইপিএলের ক্লাবে সই করা হয়নি তারকার।

শারীরিকভাবে ফুটবল খেলতে পছন্দ করেন। বিপক্ষের দুই সেন্টার ফরোয়ার্ডকে ক্রমাগত নিজের ফিজিক্যালিটি দিয়ে নাস্তানাবুদ করতে পারেন। দুই স্ট্রাইকার অথবা সিঙ্গল স্ট্রাইকার ফর্মেশনেও খেলতে স্বচ্ছন্দ তিনি। এবার তিনি বেঙ্গালুরুতে সাইমন গ্রেসনের কোচিংয়ে খেলবেন সুনীল ছেত্রী, শিবশক্তি নারায়ণের সঙ্গে আপফ্রন্টে। আইএসএল-এ গোলের ঝড় উঠবে? সময়ই বলবে।

Indian Football Bengaluru FC ISL
Advertisment