/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/bengaluru-fc.jpg)
গত দু-বছর ধরে বেঙ্গালুরু এফসির হয়ে ধারাবাহিক পারফর্মার তিনি। তবে এবার চুক্তির মেয়াদ শেষে নিজের দেশেই ফিরে যাচ্ছেন বেঙ্গালুরুর তারকা ডিফেন্ডার অ্যালান কোস্তা। দু বছরের চুক্তিতে ক্লাবে এসেছিলেন। তবে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখে বেঙ্গালুরু ব্রাজিলিয়ান সেন্টার ব্যাকের সঙ্গে চুক্তি বাড়াতেও ইচ্ছুক ছিল। তবে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ব্রাজিলে ফিরছেন তিনি। এমনটাই জানানো হয়েছে বেঙ্গালুরু এফসির পক্ষ থেকে।
২০২১-এর জুলাইয়ে কোস্তা আইএসএল-এ বেঙ্গালুরু এফসিতে দু-বছরের লোন চুক্তিতে যোগ দেন ব্রাজিলিয়ান দ্বিতীয় ডিভিশনের ক্লাব আভাই থেকে। তারপর দু-বছর ধরে বেঙ্গালুরু এফসির হয়ে রক্ষণে জিব্রাল্টার প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। চলতি সিজনে সন্দেশ জিংঘানের সঙ্গে দুর্ধর্ষ জুটি গড়েছিলেন। তাঁদের টপকে গোল করাই ছিল চ্যালেঞ্জ। গত দুই সিজনে সুনীল ছেত্রীর সতীর্থ হিসাবে ৩৬ ম্যাচে অংশ নিয়েছেন। গোল বাঁচানোর পাশাপাশি গোলও করেছেন। ৫ গোল করার পাশাপাশি ২ টো গোলে এসিস্টও রয়েছে তাঁর।
Brazilian centre-back #AlanCosta bids goodbye to @bengalurufc after two seasons! 👋#HeroISL#LetsFootball#BengaluruFChttps://t.co/IO3peNB6R6
— Indian Super League (@IndSuperLeague) March 31, 2023
আইএসএল ফাইনালেও বাগানের সামনে চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছিলেন তিনি। পেত্রাতোস জোড়া গোল করলেও রক্ষণে যথেষ্ট নির্ভরশীল ছিলেন ব্রাজিলিয়ান। টাইব্রেকার থেকে গোল-ও করেন।
অ্যালান কোস্তার বেঙ্গালুরু জার্সিতে অভিষেক ঘটেছিল এএফসি কাপের প্লে অফে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে। আইএসএল-এ অভিষেক ঘটেছিল নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে। কোস্তার গোলেই বেঙ্গালুরু গত ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ফাইনালে জয়সূচক গোল এসেছিল কোস্তার পা থেকেই।
For those towering headers, last-gasp winners and so much more. ♥️
The BFC family sends love, luck and strength the way of defender Alan Costa, who ends his spell with the Blues to be with his family, who need him at home in Brazil. 🇧🇷 #ThankYouCosta#WeAreBFCpic.twitter.com/fTlodyxVAJ— Bengaluru FC (@bengalurufc) March 30, 2023
যাইহোক, অভিজ্ঞ এই ডিফেন্ডার একদশকের বেশি কেরিয়ারের পুরোটাই খেলেছেন ব্রাজিলিয়ান একাধিক লিগে। ব্রাজিলের বাইরে প্ৰথমবার ভারতেই খেলতে এসেছিলেন। ব্রাজিলে সিরি-এ একাধিক নামি ক্লাব ইন্টারন্যাসিওনেল, পামেইরাস ভিটোরিয়া, কুরিতিবা, সিএসএ-র মত ক্লাবে খেলেছেন।