আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। সোমবার সেই ঘোষণাই করল ইস্টবেঙ্গল। সরকারিভাবে দুপুরে জানিয়ে দেওয়া হল হায়দরাবাদ এফসির স্প্যানিশ মিডিও বোরহা হেরেরা ফ্রি এজেন্ট হিসাবে ইস্টবেঙ্গলে এক বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন।
হায়দরাবাদ এফসির সঙ্গে এক বছরের চুক্তিই ছিল বোরহার। তারপরে তিনি পা রাখছেন কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবে। কেন বোরহাকে বাছাই করা হল, তার জবাব-ও দিয়েছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ বস কার্লেস কুয়াদ্রাত।
আরও পড়ুন: বাগানের মুখের গ্রাস কেড়ে নিল মুম্বই! সেরা তারকাকে রেকর্ড অর্থে সই ব্যাকিংহ্যামের সিটির
ক্লাবের পক্ষে পাঠানো প্রেস বিবৃতিতে কুয়াদ্রাত জানিয়েছেন, "বোরহা ইস্টবেঙ্গল স্কোয়াডে দারুণ এক সংযোজন। টেকনিক্যালি একদম নিখুঁত ও। বাঁ দিকে ওঁর উপস্থিতি দলের রক্ষণ এবং আক্রমণ দুই ক্ষেত্রেই সাহায্য করবে। ভারতে এক সিজন কাটানোর পর আইএসএলের মান সম্পর্কেও ও অবহিত। গত সিজনে হায়দরাবাদ এফসির অন্যতম প্রধান অস্ত্র ছিল ও। আমি নিশ্চিত ওঁর খেলার ধরণ আমাদের উপকৃত করবে।"
লা পামাসে জন্মানো এই তারকা যুব পর্যায়ে খেলেছেন নিজের শহরের ক্লাব লা পামাস এবং হ্যারিকেনে। ২০১২/১৩ সিজনে স্প্যানিশ তৃতীয় ডিভিশনে ইউনিয়ন ভিয়েরার হয়ে সিনিয়র পর্যায়ে আত্মপ্রকাশ করেন। তারপর স্পেনের একাধিক ডিভিশনে টুডেলানো, লা পামাস বি, লা পামাস মূল দল, রিয়েল ভালোদ্যালিদ, রেউস, আলবেসেটে, এন্ডোরার মত ক্লাবে খেলেছেন। ভারতে আসার আগে লা পামাসের হয়ে লা লিগায় খেলেছিলেন। তারপরে ইজরায়েলি লিগে মেক্কাবি নেতানায়নায় খেলে এসেছিলেন।
লাল হলুদে সই করে রীতিমত উচ্ছ্বসিত বোরহা। তিনি বলে দিয়েছেন, "ভারতে নিজের ফুটবল অভিযান অব্যাহত রাখতে পেরে আমি খুশি। হায়দরাবাদে দারুণ এক মরশুম কাটানোর পর কলকাতায় গিয়ে লাল-হলুদ জার্সি চাপাতে চলেছি। ইস্টবেঙ্গলের ঐতিহ্য সম্পর্কে আমরা সকলেই অবহিত। এরকম ক্লাবের তরফে প্রস্তাব পেয়ে দু-বার ভাবিনি।"
আরও পড়ুন: কনস্টানটাইনের ওপর ক্ষোভ দেখিয়ে ইস্টবেঙ্গলে বাতিল হন বাঙালি তারকা! এবার সই করছেন চেন্নাইয়িনে
আইএসএল-এ প্ৰথম সিজনে খেলতে নেমেই আলো ছড়িয়েছেন বোরহা। হায়দরাবাদকে সেমিতে পৌঁছতে সাহায্য করেছেন দুর্ধর্ষ পারফর্ম করে। ৪ গোল, ৫ এসিস্ট সহ মরশুম জুড়ে ৩২ টি গোলের সুযোগ তৈরি করেছেন তিনি। আইএসএল-এর পাশাপাশি ডুরান্ডেও খেলেছিলেন স্প্যানিশ তারকা।