/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/habas-lobera.jpg)
আইএসএল-এর ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার। কলকাতায় খেলে গিয়েছেন এটিকের জার্সিতে। ২০২৬/১৭ সিজনের ফাইনালে পরিবর্ত হিসাবে নেমে চেন্নাইয়িনের বিপক্ষে গোল করে কলকাতায় ট্রফি নিয়ে আসেন। সেই এডু গার্সিয়াই এবার আইএসএল এ প্রত্যাবর্তন করছেন। ওড়িশা এফসিতে সই করতে চলেছেন এডু। ভারতীয় লিগে প্রথমবার খেলবেন স্প্যানিশ কোচ সের্জিও লোবেরার তত্ত্বাবধানে।
আসলে লোবেরার সঙ্গে রিউনিয়ন ঘটছে এডুর। ভারতে কখনও লোবেরার কোচিংয়ে না খেললেও গত সিজনেই চিনা সুপার লিগে সিচুয়ান জিউনিউয়ে লোবেরার কোচিংয়ে খেলে এসেছেন।
আরও পড়ুন: ডার্বিতে গোল করা সেই স্লাভকোকে বাতিল করল বাগান! যোগ দিচ্ছেন ISL-এর সেরার সেরা ক্লাবে
এবার লোবেরাকে কোচ করে এনে ওড়িশা এফসি ঢেলে সাজাচ্ছে নিজেদের স্কোয়াড। গতবারের দুই বিদেশি দিয়েগো মরিসিও এবং কার্লোস দেলগাদোর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে জাগারনাটরা। এছাড়াও লোবেরা স্কোয়াডে ডেকে নিয়েছেন নিজের দুই চ্যাম্পিয়ন প্রাক্তন শিষ্যকে- মুর্তাদা ফল এবং আহমেদ জাহুকে। একাধিক দেশীয় তারকার ওপরেও নজর রাখছে ওড়িশা।
মরিসিওকে আপফ্রন্টে বল সাপ্লাই দেওয়ার কাজ করতে হবে আক্রমণাত্মক মিডফিল্ডার এডু গার্সিয়াকে। লোবেরার ফর্মেশনে এডুকে উইঙ্গার হিসাবেও দেখা যেতে পারে। মাঝমাঠের দখল নেওয়ার ক্ষেত্রে সিদ্ধহস্ত স্প্যানিশ মিডফিল্ডার। নিখুঁত বল যেমন বাড়াতে পারেন, তেমন সেট পিস থেকেও ভয়ঙ্কর তিনি।
Edu Garcia has been a fan 💯 favourite in both Bengaluru and ATK.#IndianFootball#HeroISL#LetsFootballpic.twitter.com/OJ0024Jm4l
— Indian Football Index (@xIndianFootball) May 4, 2020
স্পেনের সর্বোচ্চ পর্যায়ে খেলে আসা এডুর ভারতীয় ফুটবলে হাতেখতি হয় বেঙ্গালুরু এফসির বর্তমান ফুটবল ডিরেক্টর এবং তৎকালীন স্প্যানিশ বস আলবার্তো রোকার কোচিংয়ে। বেঙ্গালুরুর জার্সিতে এক মরশুম খেলেই ফুল ফুটিয়েছিলেন এডু। তারপরেই চুক্তি থাকাকালীন বেঙ্গালুরু এফসি চিনা লিগের ঝেজিয়াং গ্রিনটাউনে 'বিক্রি' করে তারকাকে। সেই প্ৰথমবার ভারতীয় কোনও ফুটবল ক্লাব বিদেশি ক্লাবের সঙ্গে ফুটবল কেনাবেচায় জড়িত হয়ে নজির স্থাপন করে।
২০১৮-র ট্রান্সফার উইন্ডোয় গার্সিয়া ফের একবার আইএসএল-এ প্রত্যাবর্তন এটিকের জার্সিতে। প্ৰথম সিজনে স্বল্প সময়ে খেলার সুযোগ পেয়েছিলেন। ৮ ম্যাচে ২ গোল করে যান তিনি। পরের সিজনে হাবাসের কোচিংয়ে আরও ঝলমল করে ওঠেন তিনি। ১৬ ম্যাচে ৬ গোল করে সেবার লিগ চ্যাম্পিয়ন হতে এটিকেকে সাহায্য করেন তিনি।
আরও পড়ুন: লোবেরার ‘বন্ধু’ও এবার ISL-এ! মেসি-CR7দের লিগের হাইপ্রোফাইল কোচ এনে চমক এই ফ্র্যাঞ্চাইজির
এটিকের সঙ্গে মোহনবাগানের মার্জারের পর আরও দু-বছরের চুক্তি করেন তিনি। তবে প্ৰথম সিজন চোট আঘাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়ায় এডুকে ছেড়ে দেয় বাগান।
হাবাস-রোকার সেই চ্যাম্পিয়ন ছাত্র কে নিয়েই এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালফিকেশন এবং আইএসএল-এ ফুল ফোটানোর প্ল্যানিং করছেন লোবেরা।