আইএসএল-এর তিনি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ তারকা। বছরের পর বছর নিজের জাত চিনিয়েছেন। সেই স্প্যানিশ মায়েস্ত্র এডু বেদিয়া ছয় বছর পর এফসি গোয়া ছাড়তে চলেছেন।
২০১৭-য় আইএসএল-এর অন্যতম সেরা দল এফসি গোয়ায় যোগ দেন। তারপর বছরের পর বছর দলের অপরিহার্য অস্ত্র হয়ে উঠেছেন। দলকে একের পর এক সাফল্যের সন্ধান এনে দিয়েছেন। সের্জিও লোবেরার জমানায় এফসি গোয়ায় সই করেছিলেন। এরপর কোচ হুয়ান ফেরান্দোরও বড় ভরসা হয়ে উঠেছিলেন। গত সিজনে কার্লোস পেনার কোচিংয়ে খেলেন। তবে এবার গোয়ায় মানোলো মার্কুয়েজের কোচিংয়ে নতুন যুগ শুরু হতে চলেছে গউরদের। সেই স্কোয়াডে আপাতত তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করছে না এফসি গোয়া। বিদায় জানিয়ে দেওয়া হচ্ছে তারকাকে। ৩১ মে পর্যন্ত এডু বেদিয়ার সঙ্গে চুক্তি ছিল গোয়ার। সেই চুক্তি শেষের পর তিনি ক্লাব ছাড়ছেন ফ্রি এজেন্ট হিসাবে।
আরও পড়ুন: দুবাইয়ে জন্মানো এই তারকাকে টার্গেট ইস্টবেঙ্গলের! লাল-হলুদের সঙ্গেই লড়াইয়ে একাধিক ISL ক্লাব
রেসিং সান্তান্দার হয়ে যুব দলে কেরিয়ার শুরু করা তারকা উয়েফা কাপে খেলেছেন। বার্সেলোনা বি দল, সালামানাকা, জারাগোজা, হারকিউলিস সহ স্প্যানিশ বিভিন্ন ডিভিশনে একাধিক ক্লাবে খেলে নাম লিখিয়েছিলেন এফসি গোয়ায়।
প্ৰথম সিজনেই লোবেরার গোয়ায় মাঝমাঠের অস্ত্র হয়ে উঠেছিলেন। ২০১৮/১৮ সিজনে স্বপ্নের ফর্মে পাওয়া গিয়েছিল তাঁকে। সেই সিজনেই লিগ উইনার্স শিল্ড জেতেন তিনি। সাতটা গোলের পাশাপাশি চারটে এসিস্ট-ও ছিল তাঁর নামের পাশে। ফেরান কোরোমিনাসের সঙ্গে আপফ্রন্টে প্রতিপক্ষ রক্ষণ নিয়মিতভাবে তছনছ করতেন এডু। সেই বছরেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্ৰথম কোনও ভারতীয় ক্লাবের হয়ে গোল করে ইতিহাস গড়ে যান তিনি। ইরানের পার্সেপলিসের বিপক্ষে ১-২ গোলে হেরে গেলেও ভারতীয় ফুটবলের ইতিহাসে উঠে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: মোহনবাগানের চ্যাম্পিয়ন তারকার দিকে হাত ইস্টবেঙ্গলের! সুপারস্টারকে নিতে মরিয়া কুয়াদ্রাত
গোয়ার জার্সিতে কোচ ফেরান্দোর কোচিংয়ে এরপরে এডু ডুরান্ড, সুপার কাপ জয়ের সাক্ষীও থেকেছেন। বর্ষীয়ান এই তারকাকে শেষমেশ ছেড়ে দিল এফসি গোয়া। আইএসএল-এর অন্য কোনও ক্লাবে তিনি নাম লেখাবেন নাকি বিদেশে সই করবেন- এখনও জানা যায়নি।
জানা যাচ্ছে এডু বেদিয়ার জায়গায় এফসি গোয়া সই করাতে চলেছে ডেভিড তিমোরকে। ভ্যালোদালিদ, ওসাসুনা, লেগানেস, জিরোনা, লা পামাস, গেটাফে, হুয়েস্কার মত লা লা লিগার একাধিক তারকাকে নিয়ে আসছে এফসি গোয়া। লা লিগায় একাধিকবার মেসি-রোনাল্ডো-নেইমার বেনজিমাদের মুখোমুখি হয়েছেন তিমোর। এই প্ৰথমবার তিনি স্পেনের বাইরের কোনও ক্লাবে নাম লেখাতে চলেছেন। স্বদেশীয় এডু বেদিয়ার মত তিনি আলো ছড়াতে পারবেন, সেটাই এখন দেখার।