সবকিছু ঠিকঠাক থাকলে এবার সবুজ মেরুন জার্সিতে এবার আপফ্রন্টে জুটি বাঁধতে দেখা যেতে পারে স্প্যানিশ-অস্ট্রেলিয়ান জুটিকে। রেকর্ড চুক্তিতে এ লিগ কাঁপানো স্ট্রাইকার জেসন কামিন্সের সঙ্গে আগেই চুক্তি করেছে মোহনবাগান সুপার জায়ান্টস। এবার কামিন্সের পার্টনার হিসাবে লা লিগায় খেলা আলবার্তো কুইলেসকে নিতে ঝাঁপাল মোহনবাগান। জানা যাচ্ছে, সবুজ মেরুন শিবিরের তরফ থেকে ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে তারকা স্ট্রাইকারকে।
গত সিজনে দিপর্তিভো ল্য করুনার হয়ে খেলেছেন তিনি। তবে লা লিগার ক্লাবটির সঙ্গে শীঘ্রই চুক্তি শেষ হচ্ছে কুইলেসের। এমন অবস্থাতেই কুইলেসের কাছে প্রস্তাব এসেছে আইএসএল-এর জায়ান্টদের তরফে। স্প্যানিশ ক্লাবটিও কুইলেসের সঙ্গে চুক্তি করতে চাইছে।
ঘটনা হল, মোহনবাগানের তরফে বিরাট আর্থিক চুক্তির প্রলোভন দেখানো হলেও, কুইলেসের ভারতে আগমনের সম্ভবনা বেশ কম। গত সিজনে কুইলেস তুখোড় ফর্মে ছিলেন। ১৬ গোলের পাশাপাশি ৫ গোলে এসিস্টও করেছেন। কেরিয়ারের সেরা সময়ে তিনি ভারতে আসতে কতটা ইচ্ছুক হবেন, তা নিয়ে সংশয় রয়েছে।
আরও পড়ুন: মাত্র এক বছরের চুক্তি বাড়ল ফেরান্দোর! বড় ঘোষণার দিন মুখ খুললেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাও
কুইলেস এলে তিনি মনবীর সিংয়ের জায়গায় অপারেট করবেন। সেক্ষেত্রে মনবীরকে ছেড়ে দেবে বাগান। সেন্টার ফরোয়ার্ড এবং রাইট উইং দুই পজিশনেই স্বছন্দ তিনি। লিস্টন বাঁ দিক থেকে, উইথড্রয়াল হিসাবে পেত্রাতোসকে ব্যবহার করেন কোচ হুয়ান ফেরান্দো। ডানদিক থেকে এবার মনবীরের জায়গায় খেলতে দেখা যাবে এই কুইলেসকে। একদম ওপরে সেন্টার ফরোয়ার্ড হিসাবে থাকবেন জেসন কামিন্স।
গত সিজনে কোনও পজিটিভ স্ট্রাইকার ছাড়াই খেলতে নেমেছিল বাগান। এবার আক্রমণে অস্ত্র বোঝাই করে আইএসএল খেতাব দখলে রাখার লড়াইয়ে নামবে বাগান।
আরও পড়ুন: ইউরো কাপে ইতিহাস গড়া কিংবদন্তিকে পেতে ঝাঁপাল বাগান! প্ল্যান বানচাল করতে ময়দানে গোয়া-কেরালাও
এমনিতেই চেন্নাইয়িন এফসি থেকে অনিরুদ্ধ থাপার আগমন প্রায় পাকা। এমন অবস্থায় কুইলেসকে নিয়ে আসতে পারলে, মোহনবাগান টুর্নামেন্টের সেরা আক্রমণভাগ নিয়ে খেলতে নামবে আইএসএল-এ সেই কথা বলাই যায়।
স্পেনের হুয়েলভায় বেড়ে ওঠা কুইলেসের যুব পর্যায় কেটেছে রিক্রেটিভোয়। সিনিয়র পর্যায়ে কর্ডোবা বি দলের হয়ে অভিষেকের পরে প্রায় একদশক ধরে একাধিক নামি স্প্যানিশ ক্লাবে খেলেছেন। কর্ডোভার মূল দল, মার্সিয়া, রিক্রেটিভোয় খেলার পর দু-বছর আগে নাম লেখান দিপর্তিভো ল্য করুনায়। তারপর গত দু-বছর ধরে লা লিগার ক্লাবটিতে গোলের বন্যা বইয়ে দিয়েছেন। ৩০ গোল করেছেন ৬০ ম্যাচে। দিপর্তিভো লা লিগার নামি ক্লাব হলেও বর্তমানে দ্বিতীয় ডিভিশনে খেলে ক্লাবটি।
যাইহোক, কুইলেসের মত তারকাকে কি এবার আইএসএল-এ দেখা যাবে, সময়ই বলবে উত্তর!