/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/east-bengal-10.jpg)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার খবরই মান্যতা পেল শনিবার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে প্ৰথমবার জানানো হয়েছিল সাইড ব্যাক জেরি লালরিনজুয়ালার সঙ্গে চুক্তি নবীকরণ করবে না ইস্টবেঙ্গল। সেটাই হল।
শনিবারের সন্ধেয় প্রেস বিবৃতি তে একসঙ্গে এগারো ফুটবলারকে ছেড়ে দেওয়ার খবর জানিয়ে দিল লাল-হলুদ শিবির। জেরি ছাড়াও হিমাংশু জাংরা, সেম্বই হাওকিপ, সুমিত পাসসি, শুভম সেন, নবীন কুমার, অমরজিৎ সিং কিয়ামের মত দেশি তারকাদের যেমন বাতিল করা হয়েছে। তেমনই বাতিল বিদেশিদের তালিকায় ফেলা হয়েছে আলেক্স লিমা, চারালাম্বস কিরিয়াকু, জেক জার্ভিস, জর্ডন ও'দোহার্তিকে।
🚨𝐔𝐏𝐃𝐀𝐓𝐄 🚨
We would like to thank our departing players for their services to the Club during the past season.
Once a Red & Gold, always a Red & Gold. We wish them all the best in their future endeavours! ❤️💛#EastBengalFC#IndianFootballpic.twitter.com/xATsohYNPw— East Bengal FC (@eastbengal_fc) June 3, 2023
ইভানের সঙ্গে চুক্তি পারস্পরিক সহমতের ভিত্তিতে কাটছাঁট করতে ইস্টবেঙ্গল রাজি হলেও, স্প্যানিশ সেন্ট্রাল ব্যাকের যুক্তি একটাই, এখন রিলিজ করলে চুক্তির পুরো অর্থ দিতে হবে। শনিবারের আপডেট অনুযায়ী, এখনও দর কষাকষি চলছে দুই পক্ষের।3
আরও পড়ুন: ডার্বিতে গোল করা সেই স্লাভকোকে বাতিল করল বাগান! যোগ দিচ্ছেন ISL-এর সেরার সেরা ক্লাবে
ইভান, ক্লেইটন বাদে বাকি চার বিদেশি যে বাতিলের খাতায়, তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। তবে রিলিজ করা দেশিদের তালিকায় অনেক নাম আশ্চর্য করার মত। গত সিজনে ইস্টবেঙ্গলের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলে চলা জেরিকে যেমন ছেড়ে দেওয়া হচ্ছে, তেমনই বাতিলদের তালিকায় অমরজিৎ সিং কিয়ামের মত প্রতিভা কিংবা হিমাংশু জাংরার নাম অনেককে অবাক করেছে।
আরও পড়ুন: লোবেরার ‘বন্ধু’ও এবার ISL-এ! মেসি-CR7দের লিগের হাইপ্রোফাইল কোচ এনে চমক এই ফ্র্যাঞ্চাইজির
সবমিলিয়ে ইস্টবেঙ্গল যে চলতি ট্রান্সফার সিজনে ঝড় তুলতে চলেছে, তার আগাম পূর্বাভাস দিয়ে দিল শনিবারের বড়সড় বিবৃতি।