কোচ কার্লেস কুয়াদ্রাতকে আগেই চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল। দল গঠনও প্রায় কমপ্লিট। এবার সহকারী কোচের নাম ঘোষণা করে দিল লাল-হলুদ শিবির। গোলকিপার কোচ হিসেবে নেওয়া হচ্ছে ফ্রান্সিসকো হাভিয়ের পিনিলোসকে। ক্রীড়া বিশেষজ্ঞ হিসেবে যোগ দিচ্ছেন আলবার্ট মার্টিনেজ বার্নাত। ফিজিও হিসাবেও যোগ দিচ্ছেন সেনেন ফার্নান্দেজ আলভারেজ।
কুয়াদ্রাত নিজেই সহকারী বাছাইয়ের কাজ সম্পন্ন করেছেন। তিনজন স্প্যানিশ ব্যাকরুম স্টাফের মধ্যে কুয়াদ্রাতের বেঙ্গালুরুর কোচিং স্টাফে ছিলেন পিনিলোস, আলভারেজ। ২০১৮/১৯ সিজনে এই সহকারীদের নিয়েই বাজিমাত করেছিলেন কুয়াদ্রাত। চ্যাম্পিয়ন হয়েছিলেন আইএসএল-এ।
স্পেনের রিয়েল রেসিং ক্লাবে হাবি পিনিলোস দীর্ঘদিন গোলকিপার কোচ হিসেবে যুক্ত ছিলেন। ২০১৮ থেকে বেঙ্গালুরু এফসির কোচিং স্টাফের অংশ। মাঝে বছর দেড়েক গোলকিপার কোচ হওয়ার পাশাপাশি ব্লুজদের সহকারী কোচ হওয়ারও অভিজ্ঞতা রয়েছে তাঁর।
আরও পড়ুন: কাউকোর ভাগ্য কার্যত ঠিক মোহনবাগানে! তিরির পরিণতিই হতে চলেছে ফিনিশ সুপারস্টারের
এমনিতে ইস্টবেঙ্গলে এবার স্প্যানিশ ফ্লেভার। এখনও পর্যন্ত চূড়ান্ত পাঁচ বিদেশির মধ্যে চারজনই স্প্যানিশ- বোরহা হেরেরা, সাউল ক্রেসপো, হাভিয়ের সিভেরিও, ইভান গঞ্জালেজ। কোচিং স্টাফেও কোচ কুয়াদ্রাতকে নিয়ে চার স্প্যানিশ গুরুএ উপস্থিতি।
স্প্যানিশ অস্ত্রেই কি পুরোনো গর্বের দিন ফিরবে লাল-হলুদে, সেটাই দেখার।