/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/East-bengal.jpeg)
অবশেষে স্বস্তি ইস্টবেঙ্গলে। শুক্রবার বড়সড় ঘোষণায় ইমামি ইস্টবেঙ্গলের তরফে একসঙ্গে পাঁচ বিদেশির নাম চূড়ান্ত করে ফেলা হল। ইভান গঞ্জালেজকে আগেই প্রি-কন্ট্র্যাক্ট হিসাবে সই করিয়ে রাখা হয়েছিল। শুক্রবার ইভানের নাম সরকারিভাবে ঘোষণা করার সঙ্গেই আরও চার বিদেশির নাম জানিয়ে দিল লাল-হলুদ শিবির।
শনিবারই শহরে চলে আসছেন সাইপ্রাসের আন্তর্জাতিক ফুটবলার চারালম্বস কিরিয়াকৌ। ৩২ বছরের এই সেন্টার ব্যাক এবার জুটি বাঁধবেন ইভান গঞ্জালেজের সঙ্গে। সাইপ্রাসের জাতীয় দলের এই তারকা সমস্ত ঘরোয়া টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন। জাতীয় দলের হয়ে ১১টি আন্তর্জাতিক ম্যাচও খেলে ফেলেছেন ৩২ বছরের এই ডিফেন্ডার।
আরও পড়ুন: ব্রিটিশ স্ট্রাইকারকে ছিনিয়ে ইস্টবেঙ্গলকে ঝটকা লিগ শিল্ড জয়ীদের! হাতছাড়া আর্সেনালের তারকা
বৃহস্পতিবারই কার্যত জানা গিয়েছিল জামশেদপুরের হয়ে গত মরশুমে আইএসএল খেলা আলেক্স লিমা-কে সই করাচ্ছে ইস্টবেঙ্গল। শুক্রবার সেই জল্পনায় সিলমোহর দিল ইস্টবেঙ্গল। গত দু-মরশুম ধরে লিমা জামশেদপুরের হয়ে ৪১টি ম্যাচ খেলেছেন। দলকে লিগ উইনার্স শিল্ড জিততে সাহায্য করেছেন।
🚨 | JUST IN : Emami East Bengal announce the signings of five foreign Internationals for EBFC; Cyprus defender Charalambos Kyriakou, Spanish defender Ivan Gonzalez, Brazilian midfielder Alex Lima, Brazilian attacker Cleiton Silva and Brazilian striker Eliandro. 💥🔴🟡 pic.twitter.com/ToF9RnRyVh
— 90ndstoppage (@90ndstoppage) August 12, 2022
ইস্টবেঙ্গলের আসন্ন মরশুমে ফরোয়ার্ড পুরোপুরি ব্রাজিলিয়ান ফ্লেভারের। আক্রমণে জুটি বাঁধবেন ক্লেইটন সিলভা এবং এলিয়ান্দ্র। গত দুই মরশুমে বেঙ্গালুরু এফসির হয়ে ৩৭ ম্যাচে ক্লেইটনের নামের পাশে ১৭ গোল। ৭ এসিস্ট। তাইল্যান্ডের লিগে প্ৰথম বিদেশি হিসাবে ১০০ গোল করা এই বিদেশি এবার ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ সংযোজন। ক্লেইটনের স্বদেশীয় সতীর্থ এলিয়ান্দ্র লিথুয়ানিয়া, মালটার লিগে একাধিক খেতাব জিতেছেন। গত দুই মরশুমে থাইল্যান্ডের লিগে ২৩ গোল করেছেন।
এদের সঙ্গেই সেরা সংযোজন অবশ্যই রিয়েল মাদ্রিদের ইউথ একাডেমি থেকে উঠে আসা ইভান গঞ্জালেজ। এফসি গোয়ার হয়ে গত মরশুমে যিনি ডুরান্ড কাপ জেতার কীর্তি গড়েছিলেন।