/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/east-bengal.jpg)
বিদেশি ফুটবলার তো বটেই দেশীয় ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রেও ইস্টবেঙ্গল কোনওরকম আর্থিক কার্পণ্য করছে না। দেশের প্ৰথম সারির একগুচ্ছ তারকার এবার ঠিকানা হতে চলেছে ইস্টবেঙ্গল। এর মধ্যে নন্দকুমার, নিশু কুমার, এডুইন ভান্সপাল, মন্দার রাও দেশাই, হরমনজোৎ খাবররা মত তারকারা রয়েছেন। গত কয়েক সিজনে গোলকিপিং সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গলের। অন্য দলের বাতিল অথবা নিজেদের সেরা সময় ফেলে আসা গোলকিপারদের নিয়ে আইএসএল মঞ্চে নামতে হচ্ছিল।
তবে এবার ইস্টবেঙ্গলের নজরে দেশের অন্যতম সেরা গোলকিপার প্রভসুখন সিং গিল। কেরালা ব্লাস্টার্সে খেলা এই কাস্টডিয়ান জাতীয় দলের সেট আপের মধ্যেও ভালো রকম রয়েছে। এমন তারকা গোলকিপারের দিকেই এবার হাত বাড়াল লাল-হলুদ শিবির।
আরও পড়ুন: দেশের সেরা প্রতিভায় নজর পড়ল মোহনবাগানের! প্রীতমকে ছাড়তে পারে সবুজ মেরুন
প্রভসুখন গিলের সঙ্গে কেরালা ব্লাস্টার্স-এর ২০২৪ পর্যন্ত চুক্তি রয়েছে। তবে সেই চুক্তি ভেঙেই ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল নিয়ে আসতে চাইছে গিলকে। তরুণ তুর্কিকে সই করিয়ে ভবিষ্যতের ব্লু প্রিন্ট তৈরি করছে লাল-হলুদ শিবির।
Prabhsukhan Singh Gill | Safe Hands |#KBFCpic.twitter.com/KvVucSb8xT
— Blasters Pictures (@KBFCPics) June 29, 2022
ফেডারেশনের এলিট একাডেমির প্রোডাক্ট গিল। যুব বিশ্বকাপের জন্য জাতীয় দলের ট্রায়ালে অংশ নিয়েছিলেন। যদিও স্কোয়াডে ঢুকতে পারেননি। যুব বিশ্বকাপের পরেই ইন্ডিয়ান এরোজের সই করেন প্রভসুখন গিল। ইন্ডিয়ান এরোজে ধীরজ সিংয়ের ব্যাক আপ গোলকিপার হিসাবে খেলতেন তিনি।
ঘটনাচক্রে এরোজের জার্সিতে সিনিয়র স্তরে গিলের অভিষেক ঘটেছিল ইস্টবেঙ্গলের বিপক্ষেই। তৎকালীন যুব দলের হেড কোচ লুইস নর্টন ডি ম্যাতোস গিলের পারফরম্যান্সে রীতিমত প্রভাবিত হয়েছিলেন।
আরও পড়ুন: বিশ্বকাপে বাঙালির মুখ উজ্জ্বল করেছিলেন! তাঁকে পেতেই এবার ঝাঁপাল ইস্টবেঙ্গল
২০১৯-এ বেঙ্গালুরু এফসিতে সই করলেও দুটোর বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। তবে বেঙ্গালুরুতেই কোচ কার্লেস কুয়াদ্রাতের সান্নিধ্য পেয়েছিলেন গিল। পরের সিজনেই গিলকে দুই বছরের চুক্তিতে সই করায় কেরালা ব্লাস্টার্স। আইএসএল-এ আলবিনো গোমসের ব্যাক আপ হিসাবে ভাবা হয়েছিল কেরালায়। ডুরান্ডে কেরালার জার্সিতে অভিষেক ঘটানোর পর আইএসএল-এ আত্মপ্রকাশ করতেও বেশি সময় লাগেনি। দলের ফার্স্ট চয়েস কিপার আলবিনো গোমস চোট পেয়ে গোটা সিজনের জন্যই ছিটকে যাওয়ায় দলের একাদশে নিয়মিত সুযোগ পেতে থাকেন।
ঘটনাচক্রে, আইএসএল-এও কেরালা ব্লাটার্সের হয়ে অভিষেক ঘটে ইস্টবেঙ্গলের বিপক্ষে। ২০২০/২১ সিজনে ৪৭টা সেভ করেন। ৭ ম্যাচে দলকে ক্লিন শিট রাখতে সাহায্য করেন। সেই সিজনেই গোল্ডেন গ্লাভসের পুরস্কার উঠেছিল গিলের হাতে। এর পরেই গিলের সঙ্গে ২০২৪ পর্যন্ত কেরালা চুক্তি বাড়িয়ে নেয়।
ইস্টবেঙ্গল আপাতত এই তারকাকে হিসেবে রেখেই আগামী আইএসএল-এর ব্লু প্রিন্ট তৈরি করছে। প্রভসুখন গিলকে কি লাল হলুদ জার্সিতে দেখা যাবে, রিউনিয়ন হবে কোচ কুয়াদ্রাতের সঙ্গে, সময়ই উত্তর দেবে।